সে পালিয়ে |||| পুলক বড়ুয়া বিশ্বের বৃহত্তম গণতন্ত্র প্রসব করেছে এক মৃতশিশু;কিন্তু, সে এমন ক্যানো— শুয়োরের মতো, বদখত,অতএব,
বাংলাদেশ : ১৯৭১ ||||| পুলক বড়ুয়া দেশকে ভালোবাসা দোষ নয়, মাটির পিঁড়িতে পিরিতে বসা দোষ নয়, মৃত্তিকার প্রেমে মশগুল হওয়া অপরাধ নয়। উদার উন্মুক্ত আলোতে বিশদ জীবন মহাজীবন মহীরুহ। একমুহুর্তে সে বেড়ে ওঠেনি, হঠাৎ লাফিয়ে সে বড় হয়ে ওঠেনি, দিনে দিনে সে সবিস্তার, সমগ্র। চাইলে তাকে সাফ করা যায় […]
মাতাল ঋতুর মরসুম ( দুটি কবিতা ) -পুলক বড়ুয়া ( ১ ) প্রথম ফাগুন ফুরিয়েছে শীত । শুনব না আর শিশির ও কুয়াশার নিঃশব্দ-সংগীত । অনন্ত ঋতুর রথে মৌসুমী শপথে রঙিলা-সোয়ারি আজ প্রথম ফাগুন; অদূরে শ্যামল বুকে পুড়ছে আগুন ! অরুণ-বরুণ নবীন-তরুণ । কিংশুক-শিমুল কৃষ্ণচূড়া বিপুল অতুল । উল্লাসে-সন্ত্রাসে কোথাও কী কেউ উঁচিয়েছে ছোরা ? […]