হ য ব র ল |||| বিশ্বজিৎ মানিক বন্ধ করে দাও এবার সকল প্রতারণা যা হবার তা তো হয়েই গেছে। ক্ষান্ত দাও তোমাদের ছল চাতুরীর মানুষ হয়ে যাচ্ছে দিশেহারা। কি হবে এতো টাকায়? আর কতো? মানুষের অধিকার করছো পদদলিত। জুয়াচুরি করে করছো টাকা কামাই অন্ধকারে ঢিল ছুঁড়োনা আর! ফেঁসে যাবে, ফেঁসে গেছে কতো মহারথী ভাবছো […]
শীতল চট্টোপাধ্যায় -এর কবিতা বর্তমান নিঃশ্বাসের পাপড়ি নড়ে , প্রশ্বাসের পাতা খসে , বাকিটুকু – অনড় গুঁড়িতে দাঁড়িয়ে থাকা- নতুন প্রতিরূপের নিশ্চল মানব ৷ বর্তমানের বোধ – অনুভূতির কেঠো অস্তিত্বে ৷ ————————————————————– চোরা দৃষ্টি লাঙ্গলের বোঁটা ধরে জমাট মাটির বুকে ফসলের স্পন্দন জোড়ে চাষি ৷ ফসলের শিকড়ে -শিকড়ে বয়ে চলে চাষির রক্ত স্রোত ৷ […]
শ্রদ্ধাঞ্জলি এম সাইফুর রহমান |||| বিশ্বজিৎ মানিক পাশাপাশি বাড়ি তুমি প্রতিবেশী এম সাইফুর রহমান আজকের দিনে প্রয়াণ দিবসে জানাই প্রভূত সম্মান। মৌলভীবাজার এর গর্ব তুমি এ জেলার অহংকার একাধিক বার করেছিল মন্ত্রী তোমার দলীয় সরকার। গর্বিত তুমি নহে শুধু এ জেলায় গর্বিত সারা দেশে রেকর্ড করেছ সংসদে তুমি জাতীয় বাজেট পেশে। তোমার অবদানে আমাদের জেলায় […]