সাহিত্য ও কবিতা

যুগল কবিতা |||| পুলক বড়ুয়া

যুগল কবিতা |||| পুলক বড়ুয়া


ছলনা

আমাকে আর ভালোবাসতে বলো না,
আমি তো কারো সাথে জানি না ছলনা !


শব্দ নৈঃশব্দ্য

স্বপ্ন যদি ভেঙে যায় যেতে দাও :
ভাঙনের শব্দকে নিঃশব্দে নাও ।


প্রেম

যুগলবন্দী একটা দিন
তোমার সঙ্গে জমলো ঋণ !


জুটি

অন্তর্জালে আছি, দোঁহে মিলে এক—অলিখিত জুটি :
দেহ দূরে, মনজুড়ে—জোড়া-পঙ্ক্তি-পঙ্খি শুধু দুটি !


ছন্দ

চুলোয় যাবার আগে ছন্দ হবে ফুটো,
এই দেখা আর লেখা—বন্ধ হবে দুটো !


কবিতা

কবিতা কি ?
সবিতা কী !


অন্ধ

যে অন্ধ সে দ্যাখে না, যেমন আমি;
তিনিই দ্যাখেন, যিনি অন্তর্যামী !


ক্ষমা

তুমি নও, ‘ ক্যাপটিভ লেডি, ‘ হ্যানরিয়েটাও নও,—
ক্ষমা কর, মাইকেল হতে পারব না, যাই হও !


সংবাদটি শেয়ার করুন