সাহিত্য ও কবিতা

লকডাউন | পুলক বড়ুয়া

লকডাউন | পুলক বড়ুয়া


তুমি ভালোবাসা পছন্দ কর, তুমি ভালোবাসার সমঝদার, তুমি ভালোবাসাকে ভালোবাসো, আমাকেও; ভালোবাসা তোমার প্রিয়, আমিও;

ভালোবাসার মানচিত্রটা কত বর্গমাইল, আমি জানি না;
তার বুকে তুমি ওষ্ঠ ছোঁয়াতে পার; আমাকে তোমার ভূ-মধ্যসাগরে নামাতে পার; তোমার অশান্ত সাগরে ডোবাতে পার; তুমি প্রশান্ত মহাসাগর হতে পার;  তোমার তটিনীতে অবাধ-অবাধ্য উন্মুক্ত-সন্তরণ হব ; তোমার তরঙ্গ বৈভব আমার দুরন্ত তটে, বাহুতে আছড়ে পড়ুক; তোমার কথা আমার মনের গহন গাঙচিলে উড়ুক; তোমার নিটোল উরু শুধু সাদামাটা উরু নয় পৃথিবীর বৃহত্তম বালুকাবেলার মতোন অনিন্দ্যসুন্দর উরুবেলা হোক; আমি তোমার পর্বতারোহী হব; পায়ে পায়ে বহুদূর যেতে পারি; তোমার বাহান্ন বাজার তেপ্পান্ন গলির এক চোরকুঠরি থেকে টলমল আমাকে তুমি  তোমার গোপন মোহন ঢলঢল রন্ধ্রপথে পালিয়ে যেতে দিতে পার; পাচারের মতোন পিরিতির চোরাবালিতে চালান হয়ে গেলাম; ডুবে ডুবে তোমার মনোহর সুস্বাস্থ্য -দীঘি, একলা সুখদ-পুকুর সাঁতরে সদ্য বৃষ্টিধোয়া সুশান্ত প্রকৃতি হব;

তুমি আমার উদাসী হাওয়া; বাউলা বাতাস; তুমি আমার দাবানল-দাবদাহ-সুনামি; তুমি আমার নদী খাল বিল  হাওর বাওর ফসলী জমিন; তুমি আমার আকাশ- বাতাস আলো-আঁধার আধার; ঘরহীন ঘর; তুমি অতিমারী-মড়ক মাড়িয়ে : নৈঃশব্দে-নৈঃসঙ্গে; তুমি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃজন-অনুসঙ্গ অসুন্দর এই অর্বাচীনকে নির্বাচন কর;

দেখ, অধুনা আমি মুখোশ পরি, কিন্তু, মুখোশধারী নই; আমি সমকালীন নাতিদীর্ঘ-দূরত্বকে মানি, সমসাময়িক সন্নিকট-নৈকট্যকে জানি; যে হাত আমার তোমার দিকে প্রসারিত-উদ্যত—তাতে কোভিড উনিশ নেই : নির্বিষ করতলে আমার নেমে এসেছে তোমার প্রেমের আদিম আকাশ; এঁকেছি-গেথেছি-খোদিত-ক্ষুধিত স্বাধীন একটি পতাকার মতোন একটি দন্ডে কী মানদন্ডে ভালোবাসার সৌরজগত-ছায়াপথ : যুগল প্রেমের আদর্শ মানচিত্র : এক মুক্তমহাবিশ্ব, বরাভয় মহাদেশ; স্বদেশ-বিদেশ, প্রদেশ-দেশ; দুনিয়ার হ্রদে নাজেল প্রথমপ্রথমা, মানবমানবী, নরনারী; অভিবাসী আমরা; আদম-হাওয়া;

আমাদের নব্যপ্রেম : ব্যাপক ভালোবাসা-ভাইরাস আক্রান্ত-ভারাক্রান্ত সম্পন্ন সম্পূর্ণ মনোবিশ্ব : মনোজীবন : মনোজমিন : পিরিতিপীড়িত প্রাণের প্রিয় প্রাতিস্বিক প্রণয়পৃথিবী : আমাদের বিপন্ন আত্মা : তুমি বেতমিজ বিদ্রোহী, আমি বেশুমার বেপরোয়া : দেহমন- জুড়ে বাঙ্ময় হয়ে ওঠে—নবজাগরণ-মহাজাগরণ;

মাঝে মধ্যে আপাদমস্তক—ওই দিলদরিয়া দুনিয়ায়—কী যে হয়—মান-অভিমান-বিরহ-বিচ্ছেদ—আমাদেরও একান্ত সহজাত প্রকৃতিকে, অন্তর্গত গতিকে—একদম একরকম সুনসান লকডাউন করে !


সংবাদটি শেয়ার করুন