সাহিত্য ও কবিতা

কোন উল্লাসে? ||||| অমিত কুমার রায়

কোন উল্লাসে? ||||| অমিত কুমার রায়


 
কিসের জন্যে লড়াই বলো
মৃত্যু যদি যুদ্ধ করে?
থাকবে সুখে একা তুমি 

কোন উল্লাসে জীবন ভরে?


 
যুদ্ধ বাজের হুঙ্কার ধ্বনি
পৃথিবীময় ছড়িয়ে পড়ে,
কিসের লোভে যুদ্ধ তবে?

সবাই যদি যায় সে ঝরে!


 
যুদ্ধ যুদ্ধ শব্দ শুনি!
মিশাইলের আগুন ঘায়ে,
ঘোড়েল বাজে বুঝছে কোথায় 

মারছে কুঠার নিজের পায়ে?


 
সবাই যদি শত্রু হলো 
মিত্র তবে কে কার হবে?
মিত্র শক্তি এক যে হলে 

যুদ্ধ বাজে নিপাত তবে!


 
থামুক যুদ্ধ নামুক অস্ত্র 
স্বাধীন থাকুক স্বাধীন দেশ,
স্বাধীনতা মনের কথা 

হয় না জানি হয় না শেষ;


 
ফলাফলের হিসাব জানা 
ধ্বংস হিংসা মারণ রেষ!
বিশ্বযুদ্ধ আরো না হোক 

সুস্থ রাখো প্রাণের বেশ।




 
পশ্চিমবঙ্গ  ভারত 
সংবাদটি শেয়ার করুন