ফিচার্ড সাহিত্য ও কবিতা

শ্রাবণী শ্রদ্ধা ।। শীতল চট্টোপাধ্যায়

শ্রাবণী শ্রদ্ধা ।। শীতল চট্টোপাধ্যায়


শ্রাবণের মেঘঢেউয়ে এসেছিল
পাখনা জোড়া তরী এক ,
এসেছিল বাইশের ধারাস্রোতে মর্ত উঠোনে ৷
সেই মহাভাগ্যের তরীটিও ধন্য হবে –
রবি শরীরের ত্যাগ করা প্রাণকে নিয়ে ভেসে যাবে
অজানার চির অনন্তে ৷
চলে গেলেন মানব ঠাকুর ,
বিদায় নিলেন মহাকবি রবীন্দ্রনাথ ৷
রবি প্রাণ নিয়ে একবারই আসা উড়ন্ত তরী
ভেসে গেল বাইশে শ্রাবণের নয়ন সিক্ত মেঘস্রোতে ৷
যে মেঘঅশ্রু রবীন্দ্র বিরহ ধারা হয়ে ভেজায়
রবীন্দ্র স্মৃতি মৃর্তিকা ৷
শোকাশ্রুতে ভিজে যায় ঠাকুর বাড়ির ছাদ- দেওয়াল ,
শান্তিনিকেতনে ঝরে রবীন্দ্র বিরহ বর্ষা ৷
সোনাঝুরিতে গান থামিয়ে বাউল ভেজে , ভেজায় একতারা ,
রবীন্দ্রসুরে নতুন ক্রন্দন বাউল গায় বাইশে শ্রাবণ ৷
রবীন্দ্র প্রাণবাহক মেঘতরীটা
কোপাইয়ের জলছবিতে ফুটে ছিল একবার ,
রবীন্দ্র চলমানতাকে কোপাই স্রোতে বইয়ে রাখতেই ৷
খোয়াইয়ের অরণ্যপত্রে রেখে যাওয়া
বিদায়ের চির যন্ত্রণা স্পন্দন ,
চির সবুজে হারানোর কথা কওয়া ৷
বাইশে শ্রাবণ রবীন্দ্রবিশ্বের নীরবতায় ,
তিনিই জাগিয়ে গেলেন যে বিরহ কবিতা –
মানুষের রবীন্দ্র চেতনায় তা চির বাঙ্ময় ,
নক্ষত্র আখরের গীতাঞ্জলীতে চির জাজ্বল্য
রবীন্দ্রআকাশের অশেষ পাতায় ৷
এক রবীন্দ্রনাথ , এক জীবন , এক মরণ,
তার পরই এক জাগরণ শুরু
মরণ জয়ের রবি ধারায় ৷
যে ধারার কথায় – সুরে
নিজেকে রবীন্দ্র স্পর্শিত করার শিশুরা এবং
আত্মস্থে রবি ধারাকে প্রবাহমাণতায় নিয়ে চলার
রবি ধ্যানীরা ৷
নত – প্রণতর পুষ্পার্ঘ্যে ,
নয়ন দৃষ্টির প্রদীপ শিখায় ,
রবীন্দ্রে নিবেদিত
শ্রাবণী শ্রদ্ধা ৷


 

এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন