কানাডার সংবাদ ফিচার্ড

কানাডা জনসনের কোভিড -১৯ এর ভ্যাকসিন অনুমোদন 

কানাডা জনসনের কোভিড -১৯ এর ভ্যাকসিন অনুমোদন 

বিদ্যুৎ ভৌমিক,  সিবিএনএ নিউজ ডেস্ক ।  ৫ মার্চ শুক্রবার হেলথ কানাডা জনসন ও জনসনের এক শট কোভিড -১৯ এর ভ্যাকসিন অনুমোদন করেছে, এটি হল চতুর্থ ভ্যাকসিন যা কানাডায় অনুমোদিত হয়েছে গতকল্য এবং কানাডিয়ানদের এ ভ্যাকসিন এখন দেওয়া যেতে পারে।

শুক্রবার ৫ মার্চ হেলথ কানাডার প্রধান উপদেষ্টা ড: সুপ্রিয়া শর্মা জনসন ও জনসনের ভ্যাকসিনের অনুমোদন ঘোষণার সময় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, স্বাস্থ্য কানাডা এখন প্রথম COVID-19 নিয়ামক হিসাবে ব্যবহারের জন্য চারটি বিভিন্ন কোভিড -১৯ এর ভ্যাকসিন অনুমোদন করেছে। হেলথ কানাডার প্রধান উপদেষ্টা ড: সুপ্রিয়া শর্মা আরও বলেন, “সুরক্ষা, কার্যকারিতা এবং গূণগত মান রক্ষার জন্য একটি স্বাধীন এবং পুঙ্খানুপুঙ্খ বৈজ্ঞানিক পর্যালোচনা করেই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। কানাডায় এখন চলমান গণ টিকাদান অভিযানে ফাইজার-বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন ও জনসন ভ্যাকসিন ব্যবহার করতে পারে, প্রায় বছরের দীর্ঘকালীন সময়ে চলমান মহামারীটির প্রাদূর্ভাব কাটিয়ে উঠতে এটি মূলত একটি স্তম্ভ হিসাবে কাজ করবে।“ অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন ও জনসন ভ্যাকসিনগুলির অনুমোদনের সাথে সাথে কানাডা গত সপ্তাহে তার ভ্যাকসিনের বিকল্প দ্বিগুণ করেছে। জনসন এবং জনসন ভ্যাকসিনের ভাইয়ালগুলি ঘরের তাপমাত্রায় তিন ঘন্টা রাখা যেতে পারে, একবার সিলটি পাঙ্কচার হয়ে যাওয়ার পরে, যদি এটি খোলা না থাকে তবে ১২ ঘন্টা অবধি এটি স্থিতিশীল থাকতে পারে। এ পর্যন্ত কানাডায় ২.২৫৫ মিলিয়ন মানুষকে vaccine দেওয়া হয়েছে।

এদিকে ৫ মার্চ শুক্রবার কনাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার জনগণকে আশ্াস দিয়ে বলেন“ গত বছর এটা এত সহজ ছিল না, কিন্তু আমরা সমস্যার সমাধানের দিকে যাচ্ছি। এই সপ্তাহে  ৪ লক্ষ কানাডিয়ান একটি করে COVID-19 এর শট পেয়েছে। আগামী সপ্তাহে, আরও লক্ষ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। আপনার পালা আসছে। কয়েক মিলিয়ন ডোজ আশার পথে, ভ্যাকসিনের সরবরাহের পরিমাণ  বাড়ছে এবং এপ্রিল মাসে তারা আরও বেশি র‌্যাম্প করবে। আমরা চব্বিশ ঘন্টা কাজ চালিয়ে যাব এবং কানাডিয়ানদের যত তাড়াতাড়ি সম্ভব টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করবো। কানাডার প্রকিউরম্যান্ট মন্ত্রী অনিতা আনন্দ শুক্রবার বলেন যে “তার বিভাগ সরবরাহের সময়সূচি চূড়ান্ত করার প্রক্রিয়াধীনে রয়েছে, তবে শটগুলি এপ্রিলের আগ মুহুর্তে পৌঁছাতে প্রস্তুত নয়। সব মিলিয়ে কানাডার জুনের মধ্যে কমপক্ষে ৩৮ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাবে এবং সেপ্টেম্বরের শেষের দিকে মোট চারটি অনুমোদিত সরবরাহকারীদের কাছ থেকে মোট ১১৭.৯ মিলিয়ন ডোজ ভ্যাকসিন গ্রহণের পথে থাকবে।”

কানাডায় করোনার সংক্রমন কিভাবে বাড়ছে, উদাহরণসরুপ  ৬ মার্চ শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত  কানাডায় এ পর্যন্ত  আক্রানত রোগীর সংখ্যা  বেড়ে  ৮ লক্ষ ৮১ হাজার ছাড়িয়েছে ।  ক্যানাডায় এ পর্যন্ত  মৃতের সংখ্যা দাড়িয়েছে ২২ হাজার ১৯২ জন  এবং এ পর্যন্ত ক্যানাডায় সুস্থ হয়েছেন ৮  লাখ ২৯ হাজারের অধিক মানুষ ।

সূত্র: : CTV News সহ অন্যান্য কানাডিয়ান মিডিয়া । ৬ মার্চ ২০২১ খ্রী:


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন