সাহিত্য ও কবিতা

কবিতার চার |||| পুলক বড়ুয়া

কবিতার চার |||| পুলক বড়ুয়া

এক
চড়ুই

একটা চড়ুই নিরাপদ দূরত্বে নীড় বাঁধে,
মানুষের ভয়ে ।
মানুষেরা বিবরবাসী হয় নিজেদের ভয়ে ।

দুই
শ্রেষ্ঠত্ব

সবাই
সীমিত ও সীমাবদ্ধ । অথঢ,
অমানুষেরা অনায়াসে সীমানা পেরিয়ে যায় !

তিন
অতঃপর

অগ্রে আলো—
অতঃপর শব্দ,
অতঃপর লব্ধ,
অতঃপর জব্দ !

চার
প্রথম

প্রথম আবাদ আমি
প্রথম পুরুষ
প্রথম প্রপাত আমি
প্রথম পতন

প্রথম অবাধ আমি
প্রথম অবাধ্য
প্রথম বেতাল আমি
প্রথম মাতাল

প্রথম অধম আমি
প্রথম আদম
প্রথম আশিক আমি
আদিম ইশক

প্রথম ভুল আমি
আদিপাপ ।

 

 


সংবাদটি শেয়ার করুন