বিপ্লব ঘোষ-এর একগুচ্ছ কবিতা
১. মাতাল
যে রসে মাতাল হয়েছি
সেখানে থাকতে দিয়ো
২. সত্য
৩. প্রকৃতির দান
যতদিন বাঁচি ।
——
জন্ম ১৯৫৩ ,কলকাতা ।বাণিজ্যে স্নাতক। কবিতা উপন্যাস মিলিয়ে দশটি বই ।উৎসব সম্মান, ২০০৪,আমেরিকা।সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার। জন্মদিন পুরস্কার।কলকাতায় শ্রেষ্ট নাগরিক সম্মান। নিজের লেখা নিয়ে দুটো শর্ট ফিল্ম আছে। বকখালি সমুদ্রে ডুবে যায় ১৯ বছরের ছেলে ২০০১ সালে,তার স্মৃতিতে একটি কিন্ডারগার্টন স্কুল করেছেন। আশিটি গান আর সুর করেছেন।বিদেশের পত্র পত্রিকায় নিয়মিত লেখেন।