ফিচার্ড সাহিত্য ও কবিতা

বিপ্লব ঘোষ-এর একগুচ্ছ কবিতা

বিপ্লব ঘোষ-এর একগুচ্ছ কবিতা

১. মাতাল


যে রসে মাতাল হয়েছি

সেখানে থাকতে দিয়ো

চেতন মনের গুরুভারে
আমি মরে যাবো প্রিয় ।
———-

২. সত্য


সরে যাও যেতে দাও
দিনো শেষে দূর দেশে
যাবো ভেসে নীলে মিশে
কেন তারে বারে বারে
কেন ডাকো ঘরে থাকো
যেতে হয় কেন ভয়
সরে যাও যেতে দাও
চোখে জল ছলোছল
কেন ডাকো ঘরে থাকো
সত্য মানো সত্য জানো
———

৩. প্রকৃতির দান


এখন ভিষ্মের মতো
শরশয্যায় শুয়ে আছি
শুধু দেখে যাওয়া

যতদিন বাঁচি ।


কে যেন বলে,ওরে মন
কেন এই জীবন !

এতো শোক, যন্ত্রণা উজান ঠেলে
কতদূরে আর কতদূরে
কোথায় কে আছে
মৃত্যুর পরে কিছু নাই পাবো
আমি তাই গাই গান
জলে ভেজা সুরে
যেতে হয় চলে যাবো
জানি সব প্রকৃতির দান  ।

——


কবি পরিচিতি

জন্ম ১৯৫৩ ,কলকাতা ।বাণিজ্যে স্নাতক। কবিতা উপন্যাস মিলিয়ে দশটি  বই ।উৎসব সম্মান, ২০০৪,আমেরিকা।সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার। জন্মদিন পুরস্কার।কলকাতায় শ্রেষ্ট নাগরিক সম্মান। নিজের লেখা নিয়ে দুটো শর্ট ফিল্ম আছে। বকখালি সমুদ্রে ডুবে যায় ১৯ বছরের ছেলে ২০০১ সালে,তার স্মৃতিতে একটি কিন্ডারগার্টন স্কুল করেছেন। আশিটি গান আর সুর করেছেন।বিদেশের পত্র পত্রিকায় নিয়মিত লেখেন।



সংবাদটি শেয়ার করুন