টাকার বৃষ্টি
সিবিএনএ অনলাইন ডেস্ক/১৯ মার্চ, ২০২১। শিরোনামটা শুনেই হয়তো মনে হচ্ছে এ আবার কেমন খবর! কিন্তু এটাই সত্যি, সারাবিশ্বে করোনা অতিমারির কারণে বিগত এক বছরে বিশ্ব অর্থনীতিতে ভয়ঙ্কর রকমের মন্দা চলছে। সবক্ষেত্রেই কোন না কোন মানুষকে লোকসানের সামনে পড়তে হয়েছে। কর্মহীন হয়েছেন একটা বড় অংশের মানুষ। আবার অনেকের আয় কমেছে। কিন্তু এর মাঝেই যদি শোনা যায় সাধারণ একটা বিয়েতে কয়েক কোটি টাকা স্রেফ আকাশে ওড়ানো হলো তাহলে ব্যাপারটাকে কোনমতেই সমর্থন করা যায় না। যারা এরকম করে নিজেদের ক্ষমতা দেখাতে চান। তারা যত বড়ই হোক না কেন এটাই করে যাবেন। সম্প্রতি ছেলের বিয়েতে এক অদ্ভুত ঘটনা ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদে।
ছেলের বিয়েতে এক ব্যক্তি কোটি কোটি টাকা আকাশে ছড়িয়েছেন। এর জন্য আলাদা করে হেলিকপ্টার ভাড়া করে আনা হয়েছিল। আসলে বিয়েকে ঘিরে বাবা এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন যে, এমন একটা সিদ্ধান্ত তিনি নেন। অনেকে বলছেন, এই বিয়ে অনেক জাঁকজমকপূর্ণ বিয়েকেও হার মানিয়ে দেবে। তবে ছেলেটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের ক্ষমতা দেখাতে নয় বিয়েতে অভিনবত্ব ও চমক আনতেই এই ব্যবস্থা করেছিলেন পাত্রের বাবা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। বিয়েতে আমন্ত্রিতদের ওপর নিজের হাতে হেলিকপ্টার থেকে প্রায় ১৫ কোটি টাকা ফেলেন ছেলের বাবা। দা ডন পত্রিকার খবর অনুসারে এই টাকা সেখানকার মানুষেরা যতটা পেরেছেন কুড়িয়ে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে । সমগ্র বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ হয়। নেটদুনিয়ায় অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। অনেকের মতে , প্রচুর কালো টাকা ছিল ওই ব্যক্তির। তাই হয়তো তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। তবে এই ধরনের একটি খবর সামনে আসতে বেশ চাপে পড়ে গেছে পাকিস্তান সরকার। তারা মনে করছে, এই ঘটনার তারা তদন্ত করবে। এরপরই হয়তো এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।
এস এস/সিএ