পিপাসা |||| পুলক বড়ুয়া
কস্মিনকালেও তুমি বন্দুকের গুলি নও
আওড়ালে আর ফিরবে না
না—মুখের বুলি নও
মুখ ফসকে বেরিয়ে গেলে আর ফিরবে না
বন্দুকের নল থেকে কার্তুজ, সুকন্ঠ থেকে কথা
যেখান থেকেই বেরিয়ে যাক না
একবার ছুট দিলে
একবার ছাড়া পেলে
একবার মুক্ত হলে
যদি খাঁচার পাখির মতো উড়ে যায়
যদি নদীর স্রোতের মতো ধেয়ে যায়
দিনক্ষণ যেভাবে উধাও হয়ে যায়
কিছুতেই আসবে না
কিছুতেই ফিরবে না
ওরা যারা
উড়ে-দূরে অনন্ত ফেরারি
কেউ কী দ্যাখেছে, কস্মিনকালেও
তুমি তো ধাতব নও
আমার নিজস্ব নদী নও
তুমি কী সুনামি, মারমুখী মহামারী
ফের ফিরে আসো
তুমি অশেষ, নিঃশেষ নও
এই তুমি তুমি নও
সেই তুমি তুমি নও
নেই তুমি তুমি নও
আপাদমস্তক সর্বাঙ্গ তরঙ্গ প্রসঙ্গ বিভঙ্গ
অঙ্গে অঙ্গে বিষের চাবুক
নূপুরের ঢেউ
স্বীয় প্রিয় মুদ্রা
তুমিই আমার সোনার কুঠার
আমার গোপন সোনার টুকরা
নিষিদ্ধ আদিম পরম পিপাসা
নিষ্পাপ প্রাচীন চরম পিপাসা