CBNA English NEWS প্রবাসের সংবাদ ফিচার্ড

মাউই দ্বীপে দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞে শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে প্রধানমন্ত্রীর পত্র

মাউই দ্বীপে দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞে শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে প্রধানমন্ত্রীর পত্র

ওয়াশিংটন ডিসি, ২১ আগস্ট, যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেনের নিকট প্রেরিত এক পত্রে তিনি বলেন, “হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের সর্বত্র ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।‌‌‍‌”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহত ও আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সকলের সাথে একাত্মতা প্রকাশ করছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি রইলো আমাদের সমবেদনা।

এর আগে মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনকে এক পত্র প্রেরণ করেন।

Prime Minister sends letter to US President Biden, expresses deep sadness over Maui wildlife

Washington DC, 21st August, 2023 – Prime Minister Sheikh Hasina has expressed deep sadness over the devastation and loss of lives in a deadly wildfire in the Hawaiian island of Maui in the United States.

“I am deeply saddened by the news of devastation and loss of lives caused by one of the deadliest wildfires across the Hawaiian island of Maui,” she said in a letter sent to US President Joseph R. Biden, Jr.

The Prime Minister said, “On behalf of the Government and the people of Bangladesh, I convey our deepest condolences and sympathy to the families of the victims and all those affected by this natural catastrophe.”

She said Bangladesh stands by with the government and people of America in this challenging time and expresses its solidarity with all the frontline responders engaged in the rescue operations.

Prime Minister Sheikh Hasina said our thoughts and prayers are with those who have lost their loved ones in this tragic incident.

Earlier, Foreign Minister Dr. A.K. Abdul Momen has sent a letter to US Secretary of State Antony J. Blinken, expressing his deep sadness over the loss of lives and destruction in the catastrophic wildfire in the Maui Island.



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন