ফিচার্ড বিশ্ব

খুদে ওজিল লাল কার্ড দেখাচ্ছে ইসরায়েলি সেনাকে

খুদে ওজিল লাল কার্ড দেখাচ্ছে ইসরায়েলি সেনাকে, শেয়ার করলেন মেসুত ওজিল

সিবিএনএ অনলাইন সংবাদ/ ১৫ মে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জেরুজালেমে ইহুদি রাষ্ট্রটির নিষ্ঠুরতায় প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি। বিশ্ব নেতারা ইসরায়েলের এই সন্ত্রাসী মনোভাবের প্রতি নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগযোগমাধ্যমেও নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করছেন। শত শত পোস্ট, ছবির মধ্যে উঠে এসেছে পুরোনো একটি চিত্র, যেখানে দেখা যাচ্ছে জার্মান ফুটবলার মেসুত ওজিলের জার্সি পরিহিত এক শিশু লাল কার্ড দেখাচ্ছে এক ইসরায়েলি সেনাকে।

বাদ যাননি জার্মানির তুর্কি বংশোদ্ভূত সাবেক মিডফিল্ডার মেসুত ওজিলও। গত বৃহস্পতিবার তিনি মসজিদুল আকসার সামনে তার মাঠে নামার আগে মোনাজাতের ভঙ্গিতে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। মূলত, গত বছর ভাইরাল হওয়া ছবিটি নতুন করে পোস্ট করেছেন ওজিল।

গতকাল শুক্রবার আরও একটি ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে শেয়ার করেন জার্মানির বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। সাবেক রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল মিডফিল্ডারের প্রকাশিত ছবিটিই ওই শিশুর যে কিনা কার্ড দেখাচ্ছে ইসরায়েলি সেনাকে। ক্যাপশনে লেখা ছিল- ‘খুদে ওজিলের সাহসিকতায় মুগ্ধ।’

ছবিটি অবশ্য এক বছর আগের। গত বছরের ৬ জানুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুদে ওজিলের সাহসিকতার ছবি ভাইরাল হয়। #আমাদের ( সময় খুদে ওজিল লাল কার্ড দেখাচ্ছে ইসরায়েলি সেনাকে )


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 3 =