কানাডার সংবাদ ফিচার্ড

সেমিনার সমাচার, ফোবানা ২০২৩, মন্ট্রিয়ল

সেমিনার সমাচার, ফোবানা ২০২৩, মন্ট্রিয়ল

ড. শোয়েব সাঈদ ।।  গত সপ্তাহে মন্ট্রিয়লে শেরাটন লাভাল হোটেলে অনুষ্ঠিত ৩৭তম ফোবানায় সাড়ে তিন ঘণ্টার স্লটে আয়োজন করা হয় চারটি সেমিনারের। পশ্চিমা ধারায় সেমিনারের মৌলিক ম্যানার (দেশীয় টকশো নয়) অনুসরণে অনুষ্ঠিত আলোচনাগুলো ছিল একদল বিজ্ঞ আলোচক, উল্ল্যেখযোগ্য সংখ্যক দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে প্রাণবন্ত, উপভোগ্য আর আলোকিত। সেমিনার সমন্বয় এবং সঞ্চালনায় ছিলেন কর্পোরেট নির্বাহী, অণুজীব বিজ্ঞানী ডঃ শোয়েব সাঈদ। একেক করে চারটি সেমিনারের কিছু তথ্য নিম্নরূপ।

১) “শিক্ষাই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিঃ বাংলাদেশ-কানাডার একটি তুলনামূলক বিশ্লেষণ” শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন অর্থনীতিবিদ/ শিক্ষাবিদ ডঃ এন এন তরুণ চক্রবর্তী। সভাপতিত্ব করেন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ডঃ সন্দীপ ব্যানার্জি। আলোচনায় অংশ নেন, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডঃ শুভ বসু, বাকসুর সাবেক ভিপি কৃষিবিদ ফায়জুল করিম, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল গবেষক, উত্তর আমেরিকার তিন মিনিটের থিসিস প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আতিয়া বিনতে আমিন।

২) “আমেরিকান ব্লকসহ ষাটের দশকের বৈশ্বিক ঘটনা যেভাবে প্রভাবিত করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ” শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডঃ শুভ বসু। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা মেজর (অব) দিদার এ হোসেন। আলোচনায় অংশ নেন, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ডঃ সন্দীপ ব্যানার্জি, বাকসুর সাবেক ভিপি কৃষিবিদ ফায়জুল করিম, বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত লেখক, মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদ, যুদ্ধ শিশু লেখক খ্যাত মুস্তফা চৌধুরী।

আরও পড়ুনঃ
কানাডায় ফোবানা সম্মেলনে দর্শক মাতালেন শিল্পী মমতাজ-বালাম
৩৮তম সম্মেলন ২০২৪ মিশিগান : আয়োজক বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান
মন্ট্রিয়লে ফোবানা কনভেনশন-পরবর্তী মিট দ্যা প্রেস
ফোবনার প্রথম দিনের ছবি
ফোবানার শেষ দিনের ছবির অ্যালবাম

৩) “পরিবর্তনশীল বিশ্বে বৈচিত্র্যকে আলিঙ্গনঃ প্রজন্মগুলোর মধ্যে বোধগম্যতা আর সহযোগিতার লালন” শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন চিকিৎসক এবং ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত অধ্যাপক ডঃ একেএম আলমগীর। সভাপতিত্ব করেন কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশলের অধ্যাপক ডঃ ওয়াইজ আহমেদ। আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদ, কবি নজরুল এক্টিভিস্ট/ সংগঠক হাসান আমজাদ খান, অতিরিক্ত সচিব (অব) কৃষিবিদ খলিলুর রহমান।

৪) “পেশাগত দিক নির্দেশনা, অভিজ্ঞতালব্ধ শিক্ষা, যোগাযোগ দক্ষতা কর্মক্ষেত্রে তরুণ পেশাজীবীদের সাফল্যের চাবিকাঠি” শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন চিকিৎসক এবং টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল পাব্লিক হেলথের সহকারি অধ্যাপক ডঃ শাফি ইউ ভূঁইয়া। ডঃ শাফি ফ্লুতে আক্রান্ত হওয়ায় টরেন্টো থেকে অনলাইনে যুক্ত হন। সভাপতিত্ব করেন কবি নজরুল এক্টিভিস্ট/ সংগঠক হাসান আমজাদ খান। আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ/ শিক্ষাবিদ ডঃ এন এন তরুণ চক্রবর্তী, অণুজীব বিজ্ঞানী ডঃ শোয়েব সাঈদ, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানে ডক্টরাল গবেষক ফারাহ তাহসিন।

বিজ্ঞ বক্তা/চেয়ার/আলোচক/শ্রোতা, ৩৭তম ফোবানার আহ্বায়ক দেওয়ান মনিরুজ্জামান, সদস্য-সচিব হাফিজুর রহমান, চেয়ারম্যান শামীমুল হাসান, ফোবানার চেয়ারপার্সন আতিকুর রহমান এবং নির্বাহী সচিব ডঃ রফিক খান সহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। সেমিনারে বিজনেস লাঞ্চ ব্যবস্থাপনার জন্যে মাসুদ সিদ্দিকী, সাউন্ড সিস্টেম ব্যবস্থাপনার জন্যে আরিফ সিদ্দিকী সেতু আর চিত্রগ্রহণে সাংবাদিক সদেরা সুজনকে অসংখ্য ধন্যবাদ।

 

সংবাদটি শেয়ার করুন