প্রবাসের সংবাদ ফিচার্ড সাহিত্য ও কবিতা

ঊনবাঙালের ৪০ তম সভায় ডায়াস্পরা সাহিত্য 

ঊনবাঙালের ৪০ তম সভায় ডায়াস্পরা সাহিত্য 
 
১৬ সেপ্টেম্বর, শনিবার বিকেলে জ্যামাইকার একটি রেস্টুরেন্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ঊনবাঙালের ৪০ তম সাহিত্যসভা। সংগঠনের সভাপতি মুক্তি জহির অনুষ্ঠানের শুভসুচনা করেন। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক তাসের মাহমুদের সঞ্চালনায় “ডায়াস্পরা সাহিত্য” নিয়ে আলোচনা করেন নির্ধারিত আলোচক কবি সৈয়দ কামরুল ও কবি কাজী জহিরুল ইসলাম। সৈয়দ কামরুল ডায়াস্পরা সাহিত্যের তাত্বিক বিশ্লেষণ করে বলেন, যারা নানান কারণে জন্মস্থান থেকে বিতাড়িত হয়ে ভিন্ন ভূখণ্ডে বসবাস করতে বাধ্য হন, তাদের মধ্য থেকে তৈরি হওয়া লেখকগোষ্ঠীই হচ্ছে ডায়াস্পরা সাহিত্যিক এবং তাদের রচিত সাহিত্যই ডায়াস্পরা সাহিত্য। তাদের রচনায় মাতৃভূমির যৌথ স্মৃতি, নস্টালজিয়া, ফেরার আকুলতা ইত্যাদি প্রতিফলিত হয়। কাজী জহিরুল ইসলাম কসোভোর ডায়াস্পরা মন্ত্রণালয়ের সঙ্গে তার সম্পৃক্ততা উল্লেখ করে বলেন, তাত্বিকভাবে সৈয়দ কামরুলের সাথে আমি একমত কিন্তু ইউরোপীয়রা এখন ভিন্ন ভূখণ্ডে বসবাস করা জনগোষ্ঠীর কম্যুনিটিকে ডায়াস্পরা সমাজ হিসেবে বিবেচনা করে। তবে একথা ঠিক যে মাতৃভূমির স্মৃতি এবং সেখানে ফেরার যে আকুলতা এটিই ডায়াস্পরা সাহিত্যের মূল বৈশিষ্ট্য। সঞ্চালক তাসের মাহমুদ ডায়াস্পরা শব্দটির একটি যথাযথ বাংলা শব্দ নির্মাণের জন্য কবিদ্বয়ের প্রতি অনুরোধ রেখে আলাপচারিতার সমাপ্তি টানেন।
 
ঢাকা থেকে আগত কবি ফেরদৌস সালামকে সভার বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করা হয় এবং তিনি বেশ কিছু সুখপাঠ্য কবিতা পড়ে শোনান। 
 
ঊনবাঙাল কর্তৃপক্ষ কর্তৃক পূর্ব-নির্ধারিত বাংলা ভাষার বিখ্যাত কিছু কবিতা আবৃত্তি করা হয় ৪০ তম সভায়। আহসান হাবিব পাঠ করেন আল মাহমুদের ‘বিপাশার চোখ’, মুন্না চৌধুরী পড়েন রফিক আজাদের ‘প্রতীক্ষা’, ফাহমিদা ওয়াদুদ পড়েন সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’, মাহফিল আলী পড়েন ফজল শাহাবুদ্দিনের ‘অকস্মাৎ’ এবং ফরিদা ইয়াসমিন পড়ে শোনান আল মাহমুদের ‘কবিতা এমন’। 
 
 
স্বরচিত কবিতা পাঠ পর্বের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তি, শিল্পানুরাগী মানুষ ফখরুল আলম এবং ঊনবাঙালের অন্যতম সংগঠক সৈয়দ ফজলুর রহমান।
 
স্বরচিত লেখা পাঠ করেন ওয়াহেদ হোসেন, সৈয়দ কামরুল, ফাহমিদা ওয়াদুদ, সৈয়দ রাব্বী, রেণু রোজা, কাওসার পারভীন চৌধুরী, সুমন শামসুদ্দিন, কাজী ফৌজিয়া, এস এম মোজাম্মেল, মোশাররফ হোসেন, ইমাম চৌধুরী, জান্নাত সুলতানা, খালিদ মিঠু, মুজিবুল হক,কাজী আসাদ, রওশন হক, স্বপ্ন কুমার, মিজানুর রহমান এবং কাজী জহিরুল ইসলাম। 
 
শেষ পর্বে পঠিত লেখার ওপর বিশ্লেষণাত্মক আলোচনা করেন কবি কাজী জহিরুল ইসলাম। নৈশভোজে অনানুষ্ঠানিক শিল্পাড্ডা জমে ওঠে এবং তা চলে বেশ কিছুক্ষণ। 
 
কাজী ফৌজিয়া এবং সৈয়দ ফজলুর রহমান এই কম্যুনিটির কয়েকজন নারী লেখক/ সাংবাদিককে সামাজিক মাধ্যমে অপমানজনক আক্রমণের তীব্র নিন্দা জানান। তারা বলেন, একজন চিহ্নিত ব্যক্তি ফেইক আইডি থেকে বারবার এ-ধরনের আক্রমণ করে নিউইয়র্কের পরিবেশ কলুষিত করছে। আমাদের সকলেরই উচিত এ-ধরণের অনৈতিক কাজের প্রতিবাদ জানানো।  
 
আবৃত্তি পর্বটি পরিচালনা করেন মুক্তি জহির এবং স্বরচিত লেখা পাঠ পর্ব পরিচালনা করেন ইমাম চৌধুরী। 
সংবাদটি শেয়ার করুন