ফিচার্ড সাহিত্য ও কবিতা

মানবাসুরের আস্ফালন ।।।।।    বিশ্বজিৎ মানিক

মানবাসুরের আস্ফালন ।।।।।    বিশ্বজিৎ মানিক
——————————
মানবাসুরের আস্ফালনে –
সর্বহারা জন জাতি
ভূমিপুত্র ভূমিহীন হয়ে –
হারাতে বসেছে খ্যাতি।
চঁচল প্রকট দানব হায়েনা –
সমাজের প্রতি রন্ধ্রে
অত্যাচারীর খরগ কৃপাণ –
হানিছে আঘাত স্কন্ধে।
রক্তের হোলি খেলিছে পামর –
সম্ভ্রম করেছে লুট
দৈত্য দানব একাকার হয়ে –
চালিয়েছে কৌশল কূট।
বিকৃত রুচি ভ্রষ্ট কপট –
দুয়ারে হানিছে আঘাত
নিপিড়িত জন হীনবল হেতু –
হচ্ছেই কুপোকাত।
মনন মানসে বিভাজিত হয়ে –
হয়ে গেলে স্থিতি ক্ষীণ
স্বদেশে প্রবাসে শিরদাঁড়া বাঁকা –
পদ তলে পিষ্ট তৃণ।
নিপতিত হবে কি-বা ভূপতিত –
ভ্রান্ত বড়াই জৌলুস
ধারণা কি তবে, শান্ত রহিবে –
ভেবেছ নিষ্কলুষ?
স্বর্গের দেবতা সম্প্রীতি হারা –
আচারের ভেদাভেদ
সুখভোগ যবে হেরে গেছে তবে –
বেড়ে গেছে মনে খেদ।
প্রভেদতা নয়, হও আগুয়ান –
অন্তরে জেগেছে বোধ
সর্বশক্তি একাকার করে –
গড়ে তুলে প্রতিরোধ।
আরাধনা করো, কায়মনোচিত্তে –
মননে যোগাও শক্তি
অসুরমর্দিনী এসেছে ধরায় –
প্রণিপাতে করো ভক্তি।
কেটে যাবে যত জরা ব্যধি আছে  –
অনাচার অবিচার
উদ্যত শিরে হাতে ধর হাত –
প্রতিরোধে হও সোচ্চার।
১৪.১০.২০২৩ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন