মানে না, স্বাধীন ।।। -পুলক বড়ুয়া
হে আল্লাহ, হে রাব্বুল আলামিন,
আমরা তোমার দ্বীন,
অধিকারহীন,
যাযাবর বেদুঈন,
ফিলিস্তিন।
দীনহীন অশ্রুধোয়া,
ঠাঁই গেল খোয়া,
ওই ধ্বংস আর ধোঁয়া।
ধিকি ধিকি জ্বলে,
নিরাশ্রয়ী আঁখিজলে …
ভস্মের ভেতরে নয়ন তারায়—
গাজার আগুন,
রামাল্লাহ্ নিদারুণ।
মৃত্যুপুরী থেকে অবিরত
আমরা দ্বিগুণ-দুর্বিনীত অবিনাশী শত
ফিনিক্স পাখির মতো—
মেধাবী আগুনপাখি। বাজপাখি।
শ্যেন আঁখি।
বৃথা, ব্যর্থ ওই—ধার করা—ধেয়ে-আসা
দুরাশা, হতাশা—
বারুদ, বোমা ও গুলি;
জ্বলন্ত-জখমি হিরন্ময়
আমাদের উজ্জ্বল উদ্ধার রণজয়—
ডানার ধারালো তীক্ষ্ণ-ফলাগুলি।
হে মাবুদ, রক্তেভেজা তোমার অক্ষয় তুলি—
ফিলিস্তিন,
পরাজয় মানে না, স্বাধীন।