সাহিত্য ও কবিতা

চুপ কেন তুই ??? ।।।। শীতল চট্টোপাধ্যায়

চুপ কেন তুই ??? ।।।। শীতল চট্টোপাধ্যায়
(জলঙ্গী প্রায় মরে যাওয়া নদী একটি, বাঁচনোর আন্দোলন হাঁটছে কিন্তু জলঙ্গী হাঁটলো কই! )


এত ডাকেও- ও নদী তুই
কেন সাড়া দিসনা রে ?
জল চোখে তোর আমার দু’চোখ
কেন এঁকে নিসনা রে ?
চুপ কেন তুই ?
চুপ কেন তুই ?
বলতো তোকে কেমন করে
একটুখানি একবার ছুঁই ?
যে নদীকে বলছি এসব
সে নদী আর চোখ খোলেনা ,
সে নদী ওই জলঙ্গীটা
শরীরে আর ঢেউ তোলেনা ।
হারানো আর ফুরানোতে
জলঙ্গী যে নেইএ ঘুমায় ,
জলঙ্গীটার বৃদ্ধ মাঝি
ঝাপসা স্মৃতির পথ বেয়ে যায় ।
জলঙ্গী নাম ঢাকা দিয়ে
শেওলা -পানা কঠিন স্তরে ,
দু’এক ফোঁটা জলঙ্গী জল
খুঁজতে থাকি গঙ্গা ঘরে ।
গঙ্গা বলল, আসতো আগে
জলঙ্গী তো আর আসেনা ,
আমার জলে -জল হয়ে সে
অনেকদিনই আর ভাসেনা ।
শুনেছি তার ঠিকানাটা
নেই ঠিকানার নিরুদ্দেশে ,
আমার সঙ্গে জলঙ্গী নেই
একলা আমি চলছি ভেসে ।

ঠিকানা – জগদ্দল, উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন