অনেক ভালো বেশি ভালো দারুণ ভালো কী যে ভালো
উল্টোপাল্টা সময় নষ্ট করার চেয়ে হান্ডি পাতিল
ঘষামাজা ধুয়ে ফেলা ঘরের মেঝেয় ঝাঁট দেওয়াটা
কেল্লাফতে ||||| পুলক বড়ুয়া
যথাযথ বাজার ফর্দ দেরি ফেলে ধোলাই দেওয়া
ঘরের কোণে দেয়ালজুড়ে জমা ধুলো ঝুলে থাকা
ঝুলগুলো সব ঝেড়ে মুছে ময়লা কাপড়চোপড়গুলো
জড়ো করে কেচে ফেলা ছেঁড়া জামাজুতোগুলো
তালিতাপ্পি এফোঁড় ওফোঁড় রিপু করা ভাঙাচোরা
ভোঁতাগুলো সেরে নেওয়া কারো সঙ্গে সপ্রসঙ্গ যুক্তিতক্কোগপ্পো
মারা রোদ পোহানো বৃষ্টি ভেজা
মেলায় যাওয়া সাগর নদী পাহাড় দেখা খোলামেলা
ফুরফুরে ঐ হাওয়ায় যাওয়া অলস দিনের অবসরের
পিঠে হেলান গা ঠেকিয়ে আড্ডা দেওয়া মশগুল বুঁদ
আর কী আছে এর চে’ ভালো সময় দিয়ে সময় নিয়ে
এটা সেটা করার নামে একটা কিছু কী লাভ বল
কোথাও গিয়ে ভুলবশত পাকেচক্রে জড়িয়ে থাকা
অহেতুক এক কীসের নেশায় মত্ত হওয়া লেগে থাকা
হাতের কম্ম নষ্ট করা পরচর্চা পরনিন্দা
রঙতামাশায় শিকে ছেঁড়ে ভাগ্য বদল হয় কী কারো
স্বগ্গে গেছে পৌঁছে গেছে কেল্লাফতে তার চে’ ভালো
গৃহকাজে মনটা লাগাও মনটা বসাও নিজের কাজে
মন দাও গে নিজের কাছে মন দাও গে নিজের ভেতর
ডুব দাও গে আপন মনের মন পবনের পালের নাওয়ে
স্বীয় প্রিয় দেহতরীর সুরক্ষাটা সমঝে চলা
এবং নিজেই নিজের কাছে জবাবদিহি খুব জরুরী
দিনের শেষে বেলাশেষে খুঁজবে কাকে কোথায় পাবে
সবাই গেছে যে যার মতো এবং তুমি একা তুমি
তোমার কাছে একলা তুমি লোক দেখানো ভন্ডামী আর ভড়ংটা যে বাজে ছাড় এদিক সেদিক এলোমেলো
ইতিউতি উটকো মতো ঘোরাঘুরি বন্ধ কর
প্রাণপাখিকে নিজের মতো বাঁচতে দিও থাকতে দিও
জীবনটাকে পাত্তা দিয়ে জীবন যাপন করাই শ্রেয়।