অচেনা গন্তব্য ।।।।। রীতা আক্তার
সময়ের সাথে বেঁধে দেয়া সুতো
একসময় নাটাই বিহীন হয়ে পড়ে।
মৃত্যুর কাছ থেকে ধার করে রাখা সময় একটু একটু করে ফুরিয়েও যায়।
নিতান্তই অবহেলা
অথবা বেনামী চিঠির মতো
তুচ্ছ হয়ে পড়ে কথিত সময়।
মৃত্যুর কাছ থেকে ধার চেয়ে নিয়েছি,
দু’ দন্ড সময় আমি।
ঘড়ির কাঁটা টিকটিক টিকটিক করে,
এগিয়ে নিয়ে যায় মৃত্যুর দিকে।
বলে – তোমার ধার চাওয়া সময় তো ফুরিয়ে এলো।
অচিন রাস্তায় হাঁটবো বলে
নামহীন প্ল্যাটফর্মে এসে দাঁড়াই।
ট্রেন এসে থামবে বলে আমার চলে উৎকন্ঠা।
গন্তব্যহীন নিশানায় তাক লাগিয়ে,
আমি কেবলি দাঁড়িয়ে থাকি প্ল্যাটফর্মে।
আমায় যে যেতে হবে বহুদূর
মৃত্যুর কাছ থেকে দু’ দন্ড সময় যে ধার চেয়ে নিয়েছি আমি।
সময় ফুরিয়ে যাবার আগে যেতে হবে হবে,
ল্যাম্পপোস্টে আবছা নিয়ন আলোয় গা ভিজিয়ে
দখিন হাওয়ার স্পর্শ খুঁজি।
হালকা লিকারে ঠোঁট ভিজিয়ে
উষ্ণতায় বুজি চোখ।
দূর বহুদূর থেকে হুইসেলের শব্দ শুনতে পাই,
অচেনা গন্তব্যের ট্রেন এবার থামবে বলে।
আমি উঠে যাবো ট্রেনে, ঝিকঝিক শব্দ করে ট্রেনটা হারিয়ে যাবে প্ল্যাটফর্মটাকে পিছনে ফেলে।
ফেলে আসা প্ল্যাটফর্মের মতো
সবই অতিত হয়ে যায়।
অতিত হয়ে যায় সম্পর্ক,
নামহীন হয়ে পড়ে নাটাই বিহীন সুতো।
নামহীন হয়ে পড়ি তুমি আমি
বিমুখে দাঁড়িয়ে কেবল
মৃত্যুর কাছ থেকে ধার করে আনা সময়ের প্রহর গুনি।
এসএস/সিএ