CBNA English NEWS প্রবাসের সংবাদ ফিচার্ড

Historic Mujibnagar Day observed at Bangladesh Embassy in Washington

Historic Mujibnagar Day observed at Bangladesh Embassy in Washington

Mujibnagar Government and Bangladesh’s independence are tied to same thread: Ambassador Imran

Washington DC, 17 April, 2024– The historic Mujibnagar Day was observed at Bangladesh Embassy in Washington DC today (Wednesday), recalling the historic ceremonial oath-taking of the first government of independent Bangladesh on 17th April in 1971.

The day’s programs commenced with placing of a floral wreath by Bangladesh Ambassador to the USA Mr. Muhammad Imran at the bust of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman at the Bangabandhu Corner of the Embassy. Officials and employees of the Mission were present during the time.

Later, the messages issued on the occasion by President Mohammed Shahabuddin and Prime Minister Sheikh Hasina were read out by Minister (Commerce) Md. Salim Reza and First Secretary Wahiduzzaman Noor at the Bangabandhu Auditorium.

Afterwards, a documentary — “Mujibnagar: The First Capital of Bangladesh” — was screened which was followed by a seminar highlighting the significance of the day.
Taking part in the seminar titled “Mujibnagar Government in the Emergence of Bangladesh”, Ambassador Imran paid rich tributes to Bangabandhu Sheikh Mujibur Rahman, and four national leaders — Syed Nazrul Islam, Tajuddin Ahmed, Captain M Mansur Ali and AHM Qamaruzzaman — who successfully led the nation’s nine-month war of independence in absence of Bangabandhu.

The Ambassador described the Mujibnagar Day as a glorious and memorable day of the country’s history, and Mujibnagar as a symbol of heroics of the Bengali nation.

Ambassador Imran mentioned that the first government of independent Bangladesh performed their responsibilities with utmost devotion, efficiency and sincerity in leading the War of Liberation and mobilizing international opinion in favour of independent Bangladesh.

The Ambassador said the Mujibnagar Government and independence of Bangladesh are tied to the same thread, and Bangladesh attained incredible achievements in all sectors in continuation of the success of the Mujibnagar Government. He called upon all concerned including expatriate Bangladeshis to spread this success stories across the world.

Ambassador Imran put emphasis on knowing the glorious history of the Bengali nation by all including new generation and said that it will provide strength and inspiration to the nation to move forward with keeping head high.

He urged all to work together to build a hunger-and-poverty-free developed and prosperous “Sonar Bangla” (Golden Bengal) and “Smart Bangladesh” being imbued with the spirit of the great War of Liberation and ideology of Bangabandhu.

Counsellor (Political) Arifa Rahman Ruma presented the keynote paper at the seminar and discussed in detail the background and importance of the historic day. She said the Mujibnagar Government’s greatest success was achieving the long-aspired independence by mobilizing the internal and international support and fulfilling the desire of freedom of the exploited and repressed people.

The day’s programs ended with offering a special prayer seeking eternal peace of the departed souls of the Father of the Nation, the four national leaders and three million martyrs of the War of Liberation as well as continued peace, progress and prosperity of the nation. First Secretary Ataur Rahman conducted the programs.

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মুজিবনগর সরকার এবং বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা: রাষ্ট্রদূত ইমরান

ওয়াশিংটন ডিসি, ১৭ এপ্রিল ।। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে আজ (বুধবার) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান কর্তৃক দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু মিলনায়তনে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী পাঠ করে শোনান মিনিস্টার (কর্মাস) মোঃ সেলিম রেজা ও ফার্স্ট সেক্রেটারি অহিদুজ্জামান নুর।

এরপর ‘মুজিবনগর: বাংলাদেশের প্রথম রাজধানী’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে ‘বাংলাদেশের অভ্যূদয়ে মুজিবনগর সরকার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত ইমরান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং ত্রিশ লক্ষ শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন এবং মুজিবনগর বাঙালি জাতির বীরত্বের প্রতীক।

তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের ক্ষেত্রে তাদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে পালন করেছে এবং স্বাধীন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মতামতকে সুসংহত করেছে।

রাষ্ট্রদূত বলেন, মুজিবনগর সরকার ও বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা, এবং মুজিবনগর সরকারের সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ সকল ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। তিনি প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সকলকে এই সাফল্য গাঁথা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূত ইমরান বাঙালি জাতির হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মসহ সকলের ভালোভাবে জানার ওপর গুরুত্বারোপ করে বলেন, এটি জাতিকে মাথা উঁচু করে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি ও প্রেরণা জোগাবে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার অনুরোধ জানান।

কাউন্সেলর (পলিটিক্যাল) আরিফা রহমান রুমা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং ঐতিহাসিক এই দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি মন্তব্য করেন বাংলার শোষিত, নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে সঠিক খাতে প্রবাহিত করে অভ্যন্তরীণ ও বৈদেশিক সমর্থনের মাধ্যমে স্বাধীনতা অর্জন ছিল মুজিবনগর সরকারের সবচেয়ে বড় সাফল্য।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা এবং মুক্তিযুদ্ধে জীবনদানকারী সকল শহিদের আত্মার শান্তি ও মাগফেরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে একটি বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়। কর্মসূচী পরিচালনা করেন ফার্স্ট সেক্রেটারি আতাউর রহমান।

এসএস/সিএ

সংবাদটি শেয়ার করুন