Prime Minister Sheikh Hasina has started work on building future Bangladesh: Finance Minister Mahmood Ali
Washington DC, 18th April, 2024 – Finance Minister Mr. Abul Hassan Mahmood Ali on Thursday said Prime Minister Sheikh Hasina has started work on building future Bangladesh to fulfill the dream of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman.
The Finance Minister made this comments while exchanging views with the officials and employees of Bangladesh Embassy in Washington DC.
Finance Minister Mahmood Ali is now in Washington to lead a Bangladesh delegation to the Spring Meetings of the International Monetary Fund and the World Bank Group.
Bangladesh Ambassador to the United States Mr. Muhammad Imran also spoke on the occasion and briefly described the chequered diplomatic and political career of Mr. Mahmood Ali.
The Finance Minister said Prime Minister Sheikh Hasina has been working relentlessly to establish a developed and prosperous Bangladesh and the country is marching forward under her dynamic leadership.
Mr. Mahmood Ali said that Prime Minister Sheikh Hasina has taken the responsibility of completing the unfinished work of Bangabandhu and she is taking the nation to its desired goal.
But, he said, the anti-liberation forces, who still exist in the country, are carrying out destructive acts to hinder ongoing development.
Mr. Mahmood Ali, the first Pakistani diplomat in the USA to defect for Bangladesh during the Liberation War, reminisced his diplomatic life in New York in 1971.
Earlier, the Finance Minister paid tributes to Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman by placing a floral wreath at the bust of the Father of the Nation at Bangabandhu Corner of the Embassy.
Upon his arrival at the Embassy, Finance Minister Mahmood Ali was received by Ambassador Muhammad Imran and other officers.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী মাহমুদ আলী
ওয়াশিংটন ডিসি, ১৮ এপ্রিল, ২০২৪ -অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন।
বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংক গ্রুপের স্প্রিংমিটিং-এ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে অর্থমন্ত্রী মাহমুদ আলী এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং জনাব মাহমুদ আলীর বর্ণাঢ্য কূটনৈতিক এবং রাজনৈতিক কর্মজীবন সংক্ষেপে তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছেন এবং তার নেতৃত্বে দেশ সামনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।
জনাব মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব নিয়েছেন এবং তিনি জাতিকে এর অভীষ্ঠ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু দেশে স্বাধীনতা বিরোধী শক্তির অস্তিত্ব এখনো বিদ্যমান এবং তারা দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য ধ্বংসাত্বক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
জনাব মাহমুদ আলী ১৯৭১ সালে নিউইয়র্কে তার কূটনৈতিক জীবনের স্মৃতিচারণা করেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত প্রথম কূটনীতিক যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
এর আগে অর্থমন্ত্রী দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দূতাবাসে পৌঁছালে অর্থমন্ত্রী মাহমুদ আলীকে স্বাগত জানান রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসএস/সিএ
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।