প্রবাসের সংবাদ ফিচার্ড

ওয়াশিংটনে সোনালী এক্সচেঞ্জের ‘গ্রাহক সমাবেশ

ওয়াশিংটনে সোনালী এক্সচেঞ্জের ‘গ্রাহক সমাবেশ ও এসইসিআই (SECI) অ্যাপ ক্যাম্পেইন’

প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান রাষ্ট্রদূত ইমরানের

ওয়াশিংটন ডিসি, ২০ এপ্রিল, ২০২৪ – বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান।

তিনি একই সাথে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে প্রবাসে দেশের অসাধারণ সাফল্য গাঁথা তুলে ধরার জন্য তাদের প্রতি অনুরোধ জানান।

শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে সোনালী এক্সচেঞ্জের ‘গ্রাহক সমাবেশ ও এসইসিআই (SECI) অ্যাপ ক্যাম্পেইন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস এবং সোনালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সোনালী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আফজাল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং স্বাগত বক্তব্য দেন সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেশন, ইউএসএ-এর সিইও দেবশ্রী মিত্র।

রাষ্ট্রদূত ইমরান উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ গত দেড় দশকে সকল ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে।

তিনি বলেন এই সময়কালে দেশে অনেক ইতিবাচক অর্জন ও পরিবর্তন ঘটেছে এবং যদি আমরা এই সাফল্যের গল্প সবাইকে জানাতে পারি ও সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, তাহলে দেশ একটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।

রাষ্ট্রদূত ইমরান বলেন, বাংলাদেশ একটি বিজয়ী জাতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই জাতি বহুল আকাঙ্খিত স্বাধীনতা অর্জন করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন সেই লক্ষ্য অর্জন থেকে দেশ এখন আর বেশি দূরে নয়।

রাষ্ট্রদূত বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের এসইসিআই অ্যাপ প্রবর্তনের প্রশংসা করেন এবং প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সকলকে অ্যাপটির সুবিধাগুলো সবাইকে জানানোর জন্য অনুরোধ করেন।

তিনি ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক বর্তমানে প্রদত্ত বিভিন্ন কনস্যুলার সেবার কথাও সংক্ষেপে তুলে ধরেন।

সোনালী ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আফজাল করিম তার বক্তব্যে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে এর বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসইসিআই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো তুলে ধরে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই অ্যাপটি চালু করা হয়েছে। তিনি উল্লেখ করেন এই অ্যাপটি ব্যবহার করে প্রবাসীরা তাৎক্ষণিকভাবে এবং সহজে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবে। এই অ্যাপের মাধ্যমে ও বৈধ পথে অর্থ পাঠালে দেশ অত্যন্ত উপকৃত হবে।

ওয়াশিংটন ডিসি এবং এর পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সেলর ও দুতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি।

Sonali Exchange’s Customers’ Gathering & SECI App Campaign in Washington: Ambassador Imran urges expatriates to send remittances thru’ legal channels

Washington DC, 20th April, 2024 – Bangladesh Ambassador to the United States Mr. Muhammad Imran has urged the expatriate Bangladeshis to send remittances through legal channels for further strengthening the country’s economy.

He simultaneously called upon them to project the country’s tremendous success stories to further brighten the country’s image abroad.

The Ambassador was speaking as the chief guest at the Customers’ Gathering and SECI App Campaign of Sonali Exchange at the Bangabandhu Auditorium of Bangladesh Embassy in Washington DC on Friday evening.

Bangladesh Embassy in Washington DC and and Sonali Exchange, a subsidiary company of Sonali Bank PLC, jointly organized the program to create awareness about sending remittance to Bangladesh through legal channel.

Chief Executive Officer (CEO) and Managing Director of Sonali Bank PLC. Mr. Md. Afzal Karim joined the function as the special guest, while Mr. Devasree Mitra, CEO of Sonali Exchange Company Incorporation, USA delivered the address of welcome.

Ambassador Imran mentioned that Bangladesh attained huge progress in all fields in the last one and a half decades under the visionary and dynamic leadership of Hon’ble Prime Minister Sheikh Hasina.

He said during the period, many positive achievements and changes took place in the country. The country will reach to a unique height, if we could share these success stories with everyone and spread those across the globe, he added.

Ambassador Imran said Bangladesh is a victorious nation which earned independence through Liberation War under the undisputed leadership of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. Bangabandhu had dreamt of establishing “Sonar Bangla” (Golden Bengal) free from hunger and poverty, and the country is not much far away from achieving the goal, he said.

The Ambassador appreciated the state-owned Sonali Bank for introduction of SECI App for sending remittances home through legal channel and requested all concerned including the Bangladeshi diaspora to let know everyone the benefits of the App.

He also briefly highlighted various consular services now being provided by the Bangladesh Embassy in Washington DC.

In his speech, CEO and Managing Director of Sonali Bank Md. Afzal Karim discussed the various activities of the country’s largest state-owned bank to reach the bank services to the people’s doorsteps.

While highlighting the salient features of the SECI App, he said the app has been introduced following the demand of expatriate Bangladeshis. The expatriates could send remittances home immediately and easily by using the app, he said and noted that the country will be immensely benefited if they send money through legal channel including the app.

A large number of expatriate Bangladeshis living in Washington DC and its adjoining states joined the event. Counsellor and Head of Chancery Shamima Yeasmin Smrite conducted the function.

এসএস/সিএ

সংবাদটি শেয়ার করুন