ফিচার্ড সাহিত্য ও কবিতা

গায়েবানা জানাজা  ।।।।। পুলক বড়ুয়া

গায়েবানা জানাজা  ।।।।। পুলক বড়ুয়া


 
আমিই আমার জানাজা পড়ছি,
         গায়েবানা জানাজা।
 
কখন কী হয়, জানিনা 
কখন কী হয়ে যায়, জানিনা ।
তার আগে কী করে য্যানো 
জেনে গ্যাছি, নিজেই নিজের নিয়তি।
একদম অনিশ্চিত। অজানা।
একটুও ফুরসৎ নেই,
নিঃশ্বাস ফেলবার, দম নেবার।
যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে,
যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।
 
সময় বলতে কিছু নেই,
 
সময় অসময় 
 
বেলা অবেলা।
 
সুযোগ নেই 
          পিছু হঠবার
          পিছু তাকাবার।
সামনে শুধু এগিয়ে যাই
           পা বাড়িয়ে দিই,
           পা দুখানা আছে এগিয়ে যাওয়ার।
লাল চোখ—পুড়িয়ে দেওয়ার।
কান খাড়া—হুঙ্কার শুনবার :
            এই হাত হাতিয়ার 
            এই হাতে হাতিয়ার :
গর্জে ওঠে জয়ধ্বনি
গর্জে ওঠার জয়ধ্বনি।
 
সাদা কাফনের মতো 
        শ্রাবণের মেঘার্ত আকাশে ঢাকা মাতৃভূমি 
        কফিনের মতো পলির উর্বরতায় বেড়ে উঠি আমি 
 
জনৈক গায়েবি মানুষ, গায়েব
        গুম হয়ে গেলেও, গায়েব হয়ে গেলেও 
        আমার আওয়াজ তুমি 
খুন হয়ে গেলেও, হারিয়ে গেলেও 
        এই আওয়াজ তুমি, গায়েবি আওয়াজ
        পড়ছি গায়েবানা জানাজা 
 
আমি 
         এখনও 
                     গায়েবি 
                                 লড়ছি।
আমার বিদেহী আত্মার মাগফেরাত ও 
          দোয়া কামনা করছি 
 
বাংলার বুকের গহীনে 
          শহিদি আত্মার কবর মনের মাজার  
          শ্লোগানে-শ্লোগানে-মিছিলে-মিছিলে 
জেগে ওঠা আমজনতার জিগির-জেয়ারত 
           হদয়ের রাজপথ।
 
০২.০৮.২০২৪
রাত : ০৮.২৪

 

সংবাদটি শেয়ার করুন