ফিচার্ড সাহিত্য ও কবিতা

একগুচ্ছ কবিতা ।।। বিচিত্র কুমার

একগুচ্ছ কবিতা ।।। বিচিত্র কুমার

মেঘের বুকে জোছনার আঁচড়

মেঘের বুকে জোছনার আঁচড় এঁকে,
তুমি আমায় দাও দোলা নিঃশ্বাসে।
দুটো নদীর মতো বুকে বাঁধা স্রোত,
যেন আকাশে ছড়ানো এক বিস্মৃত গান।
তোমার চোখে ঢেউ ওঠে সাগরের নীল,
চাঁদের আলোয় কাঁপে স্পর্শহীন হাত।
মধুর স্বরে মিশে যায় সন্ধ্যার দিগন্ত,
আমাদের ঘর যেন দুলছে বাতাসে।

তোমার হাসির ভেলায় ভেসে যায় ব্যথা,
আলোর মতো ছড়ায় অন্তরের পূর্ণিমা।
তোমার কণ্ঠে ঝরে ফুলের সুঘ্রাণ,
দু’জনের পথ বাঁধা জ্যোৎস্নার ছায়ায়।
যেন নিশীথের নদী তুমি আমায় টেনে,
নিয়তি সাজায় মিলনের পরম গান।
তোমার ঠোঁটের বুকে খেলে দোয়েলের গান,
আমার বুকে জমে এক রূপকথার রাত।

মেঘেরা যেন প্রেমের কথা বলে ফিসফিস,
হাত ধরে রাখো দূর অন্তরের উৎসব।
তোমার স্পর্শে জাগে হৃদয়ের নন্দন,
সৃষ্টি করে ভালোবাসার শেষ শিহরণ।
তোমার চোখে আঁকা আকাশের ছায়া,
আমার বুকের বাগান ঢেকে ফেলে আলো।
এই পৃথিবীর রাত্রি তুমি, প্রহর তুমি,
চুপিচুপি মেলে দাও নিঃশব্দের রোশনাই।

দুটি পাখির দোলনচাঁপা

দুটি পাখির মতো আমরা, আকাশের বাঁকে,
মিশে যাই একান্ত গোপন সমুদ্রে।
তোমার ডাকের মাঝে জেগে ওঠে রোদ্দুর,
আমার প্রতিটি নিশ্বাসে ভালোবাসার ব্যাকুলতা।
তোমার হাসিতে ছড়িয়ে পড়ে আকাশের নীল,
আমি যেন হারিয়ে যাই তোমার চোখের গভীরে।
দোলনচাঁপার মতো ফুটে ওঠে অনুভব,
দুটি ডানায় উড়ছে স্বপ্নের নির্জন ডানা।

আমাদের রাতগুলি লুকিয়ে থাকে জোনাকির মাঝে,
তুমি যেন পৃথিবীর নিভৃত আলোর উৎস।
তোমার হাতের ছোঁয়ায় মুছে যায় সব বিভ্রান্তি,
প্রাণের গান হয়ে তুমি ভাসাও সুরের বাতাসে।
তোমার নরম হাতের স্পর্শে আমি হই পূর্ণ,
প্রকৃতি যেন ঢালে আমাদের মিলনের গল্প।
এই সম্পর্ক যেন নদীর নোনা জলে মিশে,
আমরা বেঁধে থাকি সময়ের অতল অঙ্গনে।

তুমি আকাশের ডাক, আমি মেঘের দোলা,
একটি বাঁধনে বাঁধা জীবন ও মন।
তোমার ভালোবাসায় মিশে যাই একাকার,
দুটি পাখির দোলনচাঁপা আমরা সেই নিভৃত স্রোত।
তোমার ঠোঁটে লেখা প্রেমের গুঞ্জন,
আমি যেন সেই গভীর সঙ্গীতের ভক্তি।
তুমি আমার দিনরাতের মোহন চিত্র,
আমাদের মিলনের গল্পে জেগে থাকে চিরন্তন স্বপ্ন।

চোখের মায়ায় হারিয়ে

তোমার চোখের মায়ায় হারিয়ে যাই,
যেন এক চাঁদের বুকে ভাসমান জলছবি।
তোমার প্রতিটি স্পর্শে জাগে এক রহস্য,
প্রেমের দোলায় কাঁপে আমাদের স্নিগ্ধতা।
তোমার কণ্ঠে লেগে থাকে শিশিরের কণ্ঠ,
বুকের গভীরে ভাসে কেবল তোমার নাম।
জোছনার আলোয় গড়ে ওঠে সেই সম্পর্ক,
যার ডানায় ভাসিয়ে দিয়েছি অমর সঙ্গম।

তোমার হাতে গড়া আকাশের নকশায়,
বাঁধা আমাদের রাতের সকল স্নিগ্ধতা।
তুমি সুরের মতো বয়ে আসো নদীর স্রোতে,
আমার প্রতিটি বীজমন্ত্র তোমায় ঘিরে থাকে।
তুমি আছো ফুলের সুগন্ধে, বাতাসের স্নেহে,
আমি তোমার ছোঁয়ায় পূর্ণ হয়ে যাই প্রতিদিন।
তুমি আমার হৃদয়ের সেই একক দোলন,
যার সঙ্গে মিশে যায় সমস্ত ভালোবাসা।

চোখের মায়ায় ঢেউ তোলে আমাদের রাত,
আমরা হই দুই স্রোত, বাঁধা একই মায়াজালে।
তোমার প্রতিটি বাক্য ছুঁয়ে যায় আমার মন,
আমি যেন তোমার আলোয় স্নান করি।
আমাদের মিলনে গড়ে ওঠে এক আশ্চর্য গল্প,
যেন পৃথিবীর সবুজ গায়ে বেঁধে থাকা লতাগাছ।
তুমি সেই ফুল, আমি সেই প্রান্তিক ভূমি,
যেখানেই মিলবে, সেখানে ভালোবাসার গান হবে।

শীতের চাদরে লুকানো ভালোবাসা

তোমার হাসির মাঝে শীতের কুয়াশা,
আমার ঠোঁটে জমে প্রেমের উষ্ণতা।
শীতের রাত যেন এক সাদা চাদরে,
আমাদের ভালোবাসা লুকিয়ে রেখেছে।
তুমি আছো আমার প্রতিটি শীতল স্পর্শে,
আমাদের দিন কাটে শীতের আঁচলে মোড়া।
তুমি আমার শীতের সান্ত্বনা, উষ্ণতা,
তোমার চোখে মিশে যায় তুষারের পরশ।
তুমি হাত বাড়ালে শীতের আগুন ছুঁয়ে,
আমার মন জ্বলে ওঠে ভালোবাসার দীপ্তিতে।
তুমি আছো প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্পন্দনে,
তোমার প্রতিটি শব্দে জমে আছে উষ্ণ আবেগ।
তুমি আমার শীতের রাতের আলো,
আমি তোমার ছায়া হয়ে পথ চেয়ে থাকি।
আমাদের ভালোবাসার পরশে শীতেরও জয় হয়,
একই চাদরে মিলে যায় হৃদয়ের দহন।

তুমি আমার রাতের প্রতিটি নিঃশ্বাস,
তোমার ছোঁয়ায় কাটে শীতের কঠোরতা।
তুমি আছো মেঘের অন্তরে, শিশিরের ফোঁটায়,
আমরা বেঁধে রাখি ভালোবাসার অদৃশ্য সূতোর বাঁধন।
শীতের কুয়াশায় মিলে যায় আমাদের পথ,
একই পথে হাঁটি আমরা দুই প্রেমিক মন।
তুমি আমার শীতের উষ্ণতায় মিশে আছো,
আমাদের সম্পর্ক গাঁথা শীতের এই রহস্যে।

 

রাত্রির নীল মায়া

রাত্রির নীল মায়ায় তুমি ছড়াও আলো,
আমার রাতের নির্জনতা ভেঙে নতুন সুরের সৃষ্টি।
তোমার প্রতিটি দৃষ্টিতে জেগে ওঠে ভালোবাসা,
আমার মনে তোমার নামের প্রতিধ্বনি বাজে।
রাতের নীলচে আকাশে বাঁধা তোমার মুখ,
আমার প্রতিটি স্পর্শে তুমি আছো বাঁধা।
তোমার নীরবতার গভীরে লুকিয়ে থাকে প্রেম,
আমরা যেন সেই চিরন্তন আলো ও আঁধারের মিলন।

তোমার প্রতিটি চাওয়া, প্রতিটি দোলা,
আমার ভেতর গভীর ভাবে মিশে যায়।
তুমি যেন সেই নীল রাতের জ্যোৎস্না,
আমি সেই নির্জন পথিক, তোমার খোঁজে আছি।
তোমার ঠোঁটে লেখা সেই পুরনো গান,
আমার বুকে খেলে তার সুরের দোলা।
তুমি আছো রাতের প্রতিটি ছায়ায়,
আমার ভালোবাসা ছুঁয়ে যায় তোমার অস্তিত্ব।

রাত্রির মায়ায় আমরা দুটি সুর,
তোমার ছোঁয়ায় ফুটে ওঠে অমর ভালোবাসা।
এই রাতের নীল আলোয় গড়ে উঠেছে আমাদের মিলন,
প্রতিটি মুহূর্তেই ছুঁয়ে যাই একে অপরকে।
তুমি আমার রাতের প্রতিধ্বনি, নীলের মায়া,
আমাদের প্রেমের গল্প জেগে থাকে এই রাত্রির আকাশে।
তুমি আছো আমার প্রতিটি স্বপ্নের ভেতরে,
আমরা সেই চিরন্তন মিলনের পথিক।

—–

 

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন