ফিচার্ড সাহিত্য ও কবিতা

কবিতার শরীর ।।।। শীতল চট্টোপাধ্যায়

কবিতার শরীর ।।।। শীতল চট্টোপাধ্যায়

কবিতা -কবিতার শরীরে চিরন্তন ।
কবিতার শরীরী ভাষাতেই সে
কাব্য জীবন পরিচয়ের চেনা-জানায় ।
কবিতা কখনো সকালে দরজা খুলে
চৌকাঠে মায়ের জল দেওয়ায়, পাঁচিলের গায়ে
সকালের আলো দেখে টগরের হেসে ওঠায়,
শালিক-চড়াইয়ের বলা কথার শব্দ ভাষায়।

কবিতা, মাটির রাস্তায় সাইকেলে কিশোরীর স্কুলে যাওয়া,
কৈশোর প্রেমে ভালোবাসা শব্দের উচ্চারণ,
দু’চোখে কথা ফোটা, রঙ ছাড়া রেঙে ওঠা ঠোঁট,
হাওয়ায় মেলে দেওয়া চুল,
জানলা দিয়ে- দিয়ে যাওয়া উড়ো কথার ইশারা।

আলপথ ধরে ধানের পাতায় আঙুল ছুঁইয়ে
ঘাস কাটতে যাওয়া কৃষ্ণমেয়ের নাম কবিতা,
একা বাউলিনীর অজয়ের চরে প্রতীক্ষিত কাশের কাছে
পৌঁছে যাওয়ার নাম কবিতা,
পড়ে থাকা শুকনো পাতা দেখতে-দেখতে
শান্তিনিকেতনে হেঁটে যাওয়ার নাম কবিতা,
উপাসনা গৃহের অদূরে চা দোকানে –
ভালোবাসাজয়ী ছেলে ও মেয়েটির
মাটির ভাঁড়ে চা খাওয়ার নাম কবিতা,
ওদের কাছে বালিকার ছুটে এসে বিক্রির জন্য
বীজের তৈরী হার -দুল দেখানোর নাম কবিতা,
সোনাঝুরির হাট, বাউলের দোতারা,
সাঁওতাল মেয়ের কোমর ধরে নাচা,
কোপাইকে অন্তরে তুলে নেওয়ার নাম কবিতা।

কবিতা – কলকাতার ট্রাম দুলুনিতে,
নবম শ্রেণীর বন্ধু-বান্ধবীরা একসাথে মেট্রোর যাত্রী হওয়ায়,
রবীন্দ্রসদনের আশপাশের ঘাসটুকুতে পাশাপাশি বসে
বিশ্ববিদ্যালয়ে পড়া সঙ্গী-সঙ্গিনীর
জীবনকে নতুন চেনায়, ভিক্টোরিয়ায় পরীর বাঁশি লেখায়।

আকাশমনি গাছের সারি পেরিয়ে, দাঁড়িয়ে থাকা তালগাছেদের
পাশ দিয়ে যে রাস্তাটা গ্রামে ঢুকেছে তার নাম কবিতা,
মেঠো নালা দিয়ে বৃষ্টির জল বয়ে যাওয়ার নাম কবিতা,
মাঠের প্রান্তে সবুজ দিগন্তে সূর্য ঢলার নাম কবিতা,
ধীরে-ধীরে রাত জাগার নাম কবিতা,
চাঁদের আলো দেখানো , তারাদের ফুলে ছড়ানো,
জ্যোৎস্নায় জমি ডোবানো, অন্ধকারের গায়ে
জোনাক-জোনাকির আলোক সেলাইয়ের নাম কবিতা।
ঝিঁঝি সানাই শুনতে-শুনতে চোখে ঘুম আসার নাম কবিতা ।


ঠিকানা -জগদ্দল, উত্তর২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

 


সংবাদটি শেয়ার করুন