আমার কবিতা ।।।।। শীতল চট্টোপাধ্যায়
আমার কবিতা বুনো চারা গাছ
কথা বলে পাতা ছুঁলে ,
কবিতা আমার বকফুল গাছে
ফুলেরা দুলছে দুলে ।
আমার কবিতা চাতকেরা ব’লে
পার করে প্রতি রাত ,
কবিতা আমার কিরণ ছটায়
জেগে ওঠা প্রতি প্রাত ।
আমার কবিতা শিশুরা যখন
লুকোচুরি করে খেলা ,
কবিতা আমার ভেঁপু বাঁশি বেজে
ভরায় রথের মেলা ।
আমার কবিতা পালকের মতো
নরমে বালক মন ,
কবিতা আমার অবুঝ বালিকা
ছন্দয় প্রতিক্ষণ ।
আমার কবিতা বাঁশ ডগা ছুঁয়ে
রুপো গড়া গোল চাঁদ ,
কবিতা আমার কালবোশেখির
ঝড় এক উন্মাদ ।
আমার কবিতা টোটোর চালক
সিটে বসা এক মেয়ে ,
কবিতা আমার ছুটে চলা ট্রেন
মহিলাতে গতি পেয়ে ।
কবিতা আমার ধান ভরা মাঠ
ইঁদুরের ধান চুরি ,
আমার কবিতা জোনাকি বাউল
মাঠে করে ঘোরাঘুরি ।
আমার কবিতা সবুজে-সবুজে
ঢেউহীন খালে পানা ,
কবিতা আমার জলে-জল পোকা
পায়ে আল্পনা টানা ।
আমার কবিতা লণ্ঠন আলো
গরুর গাড়িতে ঝোলে ,
কবিতা আমার রাতে গাড়োয়ান
একা যায় দূরে চলে ।
আমার কবিতা বাঁকুড়ার বনে
কাঁচা শালপাতা তোলা ,
কবিতা আমার আদিবাসীদের
মনেতে বনের দোলা ।
আমার কবিতা ভিক্ষায় পাওয়া
আলোয়-আঁধারে ঘুরে ,
কবিতা আমার,আমি কবিতার
মিলেছি জীবন পুরে ।