ফিচার্ড বিশ্ব

পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ এমপির বিরুদ্ধে

বৃটেন

পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ এমপির বিরুদ্ধে, ভুলবশত চালু হওয়ার দাবি

হাউস অব কমন্সে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠেছে এক বৃটিশ এমপির বিরুদ্ধে। যদিও নিল প্যারিশ নামের ওই কনজারভেটিভ এমপি ওই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভুলবশত চাপ লেগে মোবাইলে থাকা ভিডিও চালু হয়ে গেছে। অভিযোগ প্রমাণের আগে পদত্যাগ না করারও ঘোষণা দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

খবরে জানানো হয়, কয়েক দিন আগেই দুই নারী এমপি প্যারিশের বিরুদ্ধে পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ আনেন। তাদের দাবি, আলাদা দুটি সময়ে তারা প্যারিশকে পর্নোগ্রাফি দেখতে দেখেছেন। প্রথম বার কমনসের চেম্বারে এবং দ্বিতীয় বার একটি বৈঠক চলাকালীন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন টিভারটন এন্ড হনিটনের এমপি। তিনি বলেন, আমি ভুলবশত চালু করে ফেলেছিলাম। তারপরেও তদন্তে কি পাওয়া যায় দেখি। যতদিন তদন্তে তিনি দোষী সাব্যস্ত না হচ্ছেন তিনি দায়িত্ব থেকে অব্যহতি দেবেন না বলেও জানিয়ে দিয়েছেন এই এমপি তবে দোষ প্রমাণ হলে তিনি পদত্যাগ করবেন। প্যারিশ বলেন, তদন্তে আমি সব ধরনের সাহায্য করবো। একইসঙ্গে আমি টিভারটন এন্ড হনিটনের এমপি হিসেবেও দায়িত্ব পালন করে যাব।

তবে এরইমধ্যে তার পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে। লেবার পার্টির হ্যারিয়েট হ্যারম্যান বলেন, প্যারিশের উচিৎ অবিলম্বে পার্লামেন্ট থেকে পদত্যাগ করা। হাউজ অব কমনসের জন্য প্যারিশ উপযুক্ত কোনো মানুষ নন। তাকে পদত্যাগের নির্দেশ দিতে চাপ বাড়ছে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপরেও। জনসন নিজেও এই কর্মকা-ের নিন্দা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, কর্মক্ষেত্রে কেউ এই ধরনে আচরণ করবেন সেটা কখনই কাম্য নয়। শুধু সংসদ কেন, সারাদেশে যে কোনও কাজের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।

শুক্রবার অভিযুক্ত এমপিকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। প্রায় ৪০ বছর ধরে বিবাহিত তিনি। তার স্ত্রী সু প্যারিশ অভিযোগের বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন। তবে তিনি তার স্বামীর পক্ষ নিয়ে বলেছেন, প্যারিশ একজন দারুণ মানুষ। মানুষের সামনে বসে তার পর্নোগ্রাফি দেখার কথা না। প্যারিশ একজন অসাধারণ এমপি।

 


এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন