উদীচী ফ্রান্স সংসদের নবনির্বাচিত কার্যকরী পরিষদ গঠন
অনুপম বড়ুয়া টিপু ,ফ্রান্সের প্যারিস থেকে ।। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স সংসদের নবম দ্বি-বার্ষিক সম্মেলনে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয় । রবিবার ১ ডিসেম্বর প্যারিসের একটা হলরুমে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
সম্মেলনে সর্বসম্মতি ক্রমে সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত হন কিরণ্ময় মন্ডল এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন সাখাওয়াত হোসেন হাওলাদার।
নব নির্বাচিত কার্যকরী পরিষদ ২০২৪-২০২৬
সভাপতি- কিরণ্ময় মণ্ডল
সহ সভাপতি
১. রোজী মজুমদার
২. সাগর বড়ুয়া
৩. পলাশ বড়ুয়া
৪. অশোক পাল
সাধারণ সম্পাদক- সাখাওয়াত হোসেন হাওলাদার
সহ সাধারণ সম্পাদক
১. শফিকুল ইসলাম রায়হান
২. দুলাল চন্দ মিশেল
৩. শিপন প্লাশিড রিবেরো
কোষাধ্যক্ষ – রুমানা আফরোজ
সম্পাদক মণ্ডলী
১. সলিমুল্লাহ সিদ্দিকী রানা
২. জি এম শরিফুল ইসলাম
৩. সুস্মিতা বড়ুয়া
৪. মেরী হাওলাদার
৫. সুশীল সিংহ
৬. শংকর ডেভিট রোজারিও
৭. শিমুল রায়
সদস্য
১. শম্পা বড়ুয়া
২. শুভাশীষ রায় শুভ
৩. এলান খান চৌধুরী
৪. সাইফুল ইসলাম
৫. তপন চন্দ্র দাশ
৬. নাসির উদ্দিন
৭. নির্মল দে
৮. বিজয় শংকর
৯. বাবুল বড়ুয়া
১০. সঞ্জীব চন্দ্র দাস
১১. মনিরুজ্জামান মির্জা
১২. রণধীর কুমার বোস
জাতীয় পরিষদ সদস্য – পলাশ বড়ুয়া।