ফিচার্ড সাহিত্য ও কবিতা

জয়িতা চট্টোপাধ্যায় এর কবিতা

জয়িতা চট্টোপাধ্যায় এর কবিতা

বোধন:
উন্মীলিত চোখ
যেখানে জেগেছিল স্নেহ
রক্তিম প্রশ্ন ছুঁয়েছিল ঠাকুর দালান
বিদায়ের জল রঙে সূর্যাস্তের আলো লাগে অষ্টমীতে,
অসাড় ডানায় আপনিও
নতুন পালক লাগান।

একলা আশ্রয়:
দুহাতে ছুঁয়ে দিলেই
অপরাধবোধ ভার হয়ে আসে
ফেরার ঠিকানায় প্রতিপ্রশ্নের ফলা
আলগা মুঠোয় সামলে রাখি আমার নিঃস্বতা
জেগে থাকে বৃক্ষ সমাহিত অবসাদ
বিচ্ছেদে বন্দী হলাম আমরা দুজন
টলটলে এক ক্ষমার ভেতর একটি বিন্দু সম
আমাদের এই আকাশ সমান ছাদ।

যেভাবে এসেছ তুমি:
জলীয়তায় ভেসে যাচ্ছে ঘর, বাড়ি,
হাতে আঁকা ছবি কি জানি কার?
স্থির – স্তব্ধ মানচিত্রের ভেতর 
নগ্ন শরীর কেন্দ্রে দাঁড়িয়ে নিরালা খোঁজে 
খোঁজে অবকাশ বিহীন প্রেম ঘুমন্ত নির্বিকার।
সংবাদটি শেয়ার করুন