ফিচার্ড সাহিত্য ও কবিতা

একগুচ্ছ কবিতা   ।।।  শাহজালাল সুজন

একগুচ্ছ কবিতা   ।।।  শাহজালাল সুজন


নগ্ন রাতের কান্না
দংশিত আজ নীল ছোবলে
হৃদয় পটে রেখা,
বিষাক্ত বিষ ছুঁয়েছে বুক
পাঁজর ক্ষতে দেখা।
কোষ ঝিল্লি তাই বিভাজনে
দিক বিদিকে থাকে,
প্রেমের বারুদ গায় জড়িয়ে
পুড়ে জীবন বাঁকে।
অসিত ঢাকা স্বপ্ন গুলোর
বিভৎস রং সাথে,
দুঃখের পাহাড় চিত্তে নিয়ে
গুমোট সাঁঝে গাঁথে।
কাঁকন ভাঙা টুকরো শব্দে
লিখি সিক্ত খাঁজে,
কাটা লাইনে থমকে দাঁড়ায়
আলেখ্য সব ভাঁজে।
আধো আলোর উন্মাদনায়
হোঁচট খেয়ে পড়ে,
নগ্ন রাতের কান্না জলের
বিধুর কায়া ঝরে।
তারিখ- ১৭/০২/২০২৫
ফাল্গুনী মন জুড়ে
সাধ জেগেছে মনের মাঝে
দেখবো পাহাড় মেঘের সাঝে
প্রিয়ার হাতটি ধরে,
দীঘা সায়র দু’জন মিলে
কইবো কথা তোমার দিলে
প্রেম লহরী স্বরে।
সুইজারল্যান্ডে জেনেভা আর
দেখবো ছুঁয়ে হালং বে পাড়
আরো যাবো চীনে,
হ্যানয় জুরিখ স্বপ্নের মতো
গ্রেট ওয়াল এর স্নিগ্ধ যতো
মেঘটা দিবো কিনে।
সিগিরিয়া মালদ্বীপ দেখে
ডুয়ার্স বাটাম স্মৃতি রেখে
গিজা ডাকছে সুরে,
ফুকেট শহর চক্ষু মেলে
পাতায়া স্রোত অঙ্গে খেলে
ফাল্গুনী মন জুড়ে।
ভাষার মাস
পাখির গানে ফুলের ঘ্রাণে
মায়ের ভাষা পাই,
সবুজ মাঠে নদীর ঘাটেও
যার তুলনা নাই।
হিমেল হাওয়া সন্ধ্যা বেলা
মধুর ছোঁয়ায় বয়,
নীল আকাশে চাঁদের মেলা
তারা হেসে কয়।
সোনা ঝরা রোদের ধরা
দেখতে লাগে বেশ,
সবুজ গড়ন গায়ে বরণ
আমার প্রিয় দেশ।
বছর ঘুরে বেড়ায় সুরে
মাতৃভাষার গান,
হৃদয় মাঝে নিত্য সাজে
ভাষার মাসের টান।
রক্তে রাঙা একুশ
ভাষার জন্য যুদ্ধ করে
দিলো কত প্রাণ,
ফেব্রুয়ারি আসলে পরে
প্রীতিই বাড়ে টান।
আত্মত্যাগের বিনিময়ে
পেলাম স্বাধীন বাক,
আদরমাখা মাতৃভাষায়
উড়ে পাখির ঝাঁক।
স্বাধীনতার কেতন আঁকা
লাল সবুজে রয়,
মুক্তির বাতাস ছন্দ তালে
গানের সুরে কয়।
অমর একুশ দেশের তরে
বাক স্বাধীনের সুখ,
সুউচ্চ ওই মিনার চূড়ায়
ভাসে বীরের মুখ।
আবির মেখে ফাগুন আসে
পলাশ শিমুল বন,
রক্তে রাঙা একুশ আমার
স্মৃতিই পাতায় ক্ষণ।
সংবাদটি শেয়ার করুন