প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ। ইউ কে হিউম্যান রাইটস ইন্টারইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
এইচ এস রাজিব যুক্তরাজ্য থেকে।। ইউ কে হিউম্যান্স রাইটস ইন্টারন্যাশনাল এর উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, সাংস্কৃতিককর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে, পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে ১৬ ই এপ্রিল বুধবার এক বিরাট বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
ইউ কে হিউম্যান্স রাইটস ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভার শুরুতেই স্বাগত বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রবিরোধী ও স্বাধীনতা বিরোধী সুদখোর ডক্টর ইউনুস ও তার সহযোগীরা অবৈধ ভাবে শত শত পুলিশও মানুষ হত্যার মাধ্যমে মেটিকুলাসলি ডিজাইন এর মাধ্যমে ক্ষমতা দখল করে আইসিটি আদালতে ষড়যন্ত্রমূলকভাবে সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদেরকে মিথ্যা ও ভুয়া মামলা দায়ের করেছে বলে উল্লেখ করে ইউকে হিউম্যানস রাইটস ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট আব্দুল আহাদ চৌধুরী অবৈধ ইউনুস সরকার এর পদত্যাগের জোর দাবি জানান।
বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আতাউর রহমান মোজাহিদ, আনসার আহমদ উল্লাহ, মিফাতুল নুর, মাহিরুন্নেছা, শামীমা আক্তার শুরবী, সাহেদ রহমান, দিলদার আলী, তানভীর খান, শ্রাবন্তী,সৈয়দ ছরুক আলী, মাহমুদ আলী, জুবায়ের আহমদ, মামুন কবির চৌধুরী, সিরাজ মাষ্টার, আবু লেইছ, আব্দুস সালাম,ও সোয়েজ আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বৃটেনের কার্ডিফে ১৭ ই এপ্রিল “হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সভাপতি সাংবাদিক মকিস মনসুর এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মুমিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মতুজা, ওয়েলস যুবলীগ এর সভাপতি ভিপি সেলিম আহমদ, বদর উদ্দিন চৌধুরী বাবর, তৌকির আহমেদ, সুহেল রানা, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, বদরুল হক মনসুর, শাহজাহান তালুকদার শাওন, ও সাজেল আহমেদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা “১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এইদিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এ অনুষ্ঠানে ঘোষিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিলে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র,বলে উল্লেখ করে সকল বক্তারা
বাংলাদেশের স্বাধীনতা,সংবিধান,জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও স্বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সুরক্ষিত রাখার প্রয়াসে দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।