কবিতা গুচ্ছ ।। জয়িতা চট্টোপাধ্যায়
কেবল তুমি বলেই:
চোখ গেঁথে যায় আজ ও
তোমার অরক্ষিত মুখে
জানি আমায় ভাসান দেবে, আবার
লোনা সর্বনাশে
অনিবার্য একটা দুপুর, ঘর্মাক্ত পিঠ
হাড় আর মাংসের মাঝখানে,
তুমি দাঁড়িয়ে আছো , ঠিক।
বন্দী নাবিক:
শঙ্খচিলের ডানায় জন্ম নেয় এক কিশলয়
অঞ্জলী বদ্ধ দুহাত ভেজে রঙিন কোনো খামে
লেলিহান শিখায় পুড়তে থাকে আঙুলের ডগা
মুঠোর ভেতর বন্দী নাবিক জন্ম
পাঠায় চিঠি প্রিয়তমার নামে।
জ্বলে যায় পর্বত শিখর:
বরফের ঘরে মেরুদণ্ড জ্বলে
ভেসে যায় নিরক্ষরেখার আসা যাওয়া
সৌভাগ্য লেখা হবে মহাদেশের উপকূলে
বাতিঘরের এপার ওপার
মাতাল করা হাওয়াস্মৃতি -বিস্মৃতি বড় ভিনদেশী
দুচোখের মাঝে দ্বীপ
মেরু জ্বলে যায় দাউ দাউ করে
পরমা প্রকৃতি
লুকিয়ে রেখেছে অন্তরীপ।
শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা, ভারত