তবুও মানুষ ভালোবাসে ||||| রীতা আক্তার
কাউকে আপন করে পাবে না জেনেও।
অপেক্ষা করে…
কোন দিন ফিরে আসবেনা জেনেও।
তবুও……
গাঢ় নিঃশ্বাসের তোলপাড় করা বুকের ভেতরটায়,
ভাঙনের হাহাকার আছে জেনেও
মানুষ প্রেমে পড়ে….
কাজল কালো রাতে,
অন্ধকারে হেলান দিয়ে নিভৃতে
ঝরে যায় চোখের জল।
নিশ্চুপ দ্বীপের বাসিন্দা হয়ে,
জীবন যাপন করে একাকিত্বের সাথে।
তবুও মানুষ ভালোবাসে…
কাছে পাবার তীব্র আকাঙ্খা নিয়ে ভালোবাসে।
খামখেলিয়ালিপনা একাকিত্বের ঘরে,
শূণ্যতার ছাউনিতে বৃষ্টি হয়ে ঝরে
অভিমান।
নরম আদরের স্পর্শ পেতে
মানুষও জেগে থাকে আধখানা বিরহী মনের সাথে।
না পাবার ব্যকুলতার আড়ষ্টতায়
হৃদয়ের দু’কূল যায় ভেঙে।
তবুও মানুষ ভালোবাসে……
এক অসহ্য রকম কষ্টকে, আলিঙ্গন করার আশায়।
মিরপুর-১৪,ঢাকা

এসএস/সিএ