প্লাস্টিক দূষণবিষয়ক চুক্তি আলোচনায় জিইএফ সিইও-এর বক্তব্য
জেনেভা, সুইজারল্যান্ড – প্লাস্টিক দূষণ বিষয়ক চুক্তির আলোচনা শেষে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান কার্লোস ম্যানুয়েল রদ্রিগেজ ঘোষণা দিয়েছেন যে জিইএফ প্লাস্টিকের পুরো জীবনচক্র জুড়ে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ চালিয়ে যাবে।
গত এক দশকে জিইএফ প্লাস্টিক দূষণ মোকাবিলায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতে প্রস্তাবিত একটি আন্তর্জাতিকভাবে আইনি বাধ্যতামূলক চুক্তির বাস্তবায়নে সহায়তা করতে প্রস্তুত।
জেনেভায় অনুষ্ঠিত আন্তঃসরকারি আলোচনামূলক কমিটির (INC5.2) পঞ্চম অধিবেশনের দ্বিতীয় পর্বে জিইএফ প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন মি. রদ্রিগেজ। সেখানে প্রতিনিধিরা সমুদ্রসহ বিভিন্ন পরিবেশে প্লাস্টিক দূষণ রোধে একটি নতুন বৈশ্বিক চুক্তির জন্য আলোচনা করেন।
আলোচনা শেষে তিনি নিম্নলিখিত বিবৃতি দেন:
“এ সপ্তাহে জেনেভায় একটি চুক্তি সম্পন্ন না হওয়া হতাশাজনক হলেও, আমি আনন্দিত যে মন্ত্রিপরিষদের সদস্য ও আলোচকরা একটি নতুন প্লাস্টিক দূষণবিষয়ক চুক্তির জন্য আন্তরিক প্রয়াস চালিয়েছেন, যা দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব বয়ে আনতে পারে। গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি প্লাস্টিক দূষণ সমাধানে একটি শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান, এবং আমরা প্রস্তাবিত ভবিষ্যৎ চুক্তি বাস্তবায়নে সহায়তা করতে প্রস্তুত। এদিকে, আমরা প্লাস্টিকের পুরো জীবনচক্র জুড়ে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের উচ্চাভিলাষী বিনিয়োগ অব্যাহত রাখব এবং আমাদের পরবর্তী পুনঃসংস্থান পর্বে দূষণ নিয়ন্ত্রণকে মূল অগ্রাধিকার হিসেবে বিবেচনা করব।”
এসএস/সিএ



