যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ আর নেই
ইউকে বিডি টিভির উপদেষ্টা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, ৬০ এর দশকের আইয়ুব বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ আজ ২৩ আগস্ট, শনিবার ভোর ৩টার সময় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮৫ বছর।
সুলতান মাহমুদ শরীফ, ২০১১ সাল থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, নাতি নাতনী অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রবাসে রাজনীতি এবং কমিউনিটির স্বার্থে তিনি আজীবন নিষ্টা ও নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি তাঁর ভাল কাজের জন্য মানুষের মধ্যে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
সুলতান মাহমুদ শরীফের জানাজা আগামীকাল বাদ যোহর ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় তার মরদেহ লন্ডনের শহীদ মিনার আলতাব আলী পার্ক প্রাঙ্গণে রাখা হবে।
মরহুমের পরিবার ও দলের পক্ষ থেকে যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সকলের নিকট মরহুমের আত্মার মাগফেরাত এর জন্য দোয়া চাওয়া সহ ১২ টায় আলতাব আলী পার্ক, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে ও সেন্ট্রাল লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে বাদ যোহর উনার নামাজে জানাজায় শরিক হওয়ার জন্য বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
জানাজার নামাজের সময়সূচি :
আগামীকাল ২৪ আগস্ট, রবিবার
বাদ জোহর ( দুপুর – ১:৩০ মিনিট)
ব্রিকলেইন জামে মসজিদ,লন্ডন
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন :
আলতাব আলী পার্ক, শহীদ মিনার
২৪ আগস্ট, রবিবার
দুপুর : ১২ ঘটিকায়,
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আজ এক শোক বিবৃতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসাথে বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও বৃটেনের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন।
এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন সহ ইউকে বিডি টিভির পরিচালনা পর্ষদ এর পক্ষ থেকে সকল ডিরেক্টরবৃন্দ ইউকে বিডি টিভির অন্যতম উপদেষ্টা ও ৭১এর বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য যে, সুলতান মাহমুদ শরীফ ১৯৪১ সালের ২৬ শে জানুয়ারী বরিশাল জেলার কতোয়ালী থানার চানপুরা ইউনিয়নের সারুখালী গ্রামে এক সম্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ইকবাল হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬২-৬৩ সালে আইয়ুব বিরোধী আন্দোলন, হোসেন সোহরাওয়ার্দীর মুক্তি আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি আন্দোলন, শিক্ষা কমিশনের রিপোর্ট বাতিলের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা সুলতান মুহাম্মদ শরীফ বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠায় শেখ ফজলুল হক মণির সঙ্গে অন্যতম সংগঠক হিসেবে এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৬৩ সালে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় লন্ডনে একজন ছাত্রনেতা হিসেবে সামনের কাতারে ছিলেন তিনি ।
১৯৬৯ সালে লন্ডন মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রবাসে মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক হিসেবে তাঁর ভূমিকা ছিল অনন্য। যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের সাথে নিয়ে মহাণ মুক্তিযুদ্ধের সময় বিশ্বজনমত গড়ে তুলতে আরও অনেকের সঙ্গে তিনি ছিলেন সামনের কাতারে।
১৯৭১ সালের এপ্রিল মাসে লন্ডন থেকে বাংলাদেশে গিয়েও স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রবাসী বাঙালি সমাজ আজ এক মহান অভিভাবককে হারাল। তার এই মৃত্যুতে যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী আওয়ামী পরিবারে ও কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উনার রুহের আত্মার মাগফেরাত কামনা সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য ইউকে বিডি টিভির পক্ষ থেকে সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানানো যাচ্ছে।




