নির্জনতার কোলে:
জয়িতা চট্টোপাধ্যায়
১.
ভালোবাসা গিলে নেয় সব
তাই হয়তো আজ তুমি আমি
কেউ ভালো নেই
যতটুক আছে কেবল শরীর,
কেটে গেলে রক্ত পড়ে
নামিয়ে রাখি মন
তিরে বেঁধা সময়
চায় না সহজ উপশম।
২.
খোঁজ করেনি কেউ:
দাবীর মিছিলে হাঁটে
কবিতার খাতা
যতবার ঝুঁকে দেখি
শুধু পড়ে থাকে হাড়, কঙ্কাল
নিশানের মতো
স্মৃতিরা বিরত যেখানে
সেখানেই এসে বসেছে রোদ
ঠিকানা আলাদা হলে
চিঠির কপালে ওঠে জ্বরের পারদ।
৩.
খালি হাতে বসে আছি:
বুকের ভেতর ততটা সহজ নয়
শুষে খেয়ে নেয় পাখির সকাল
ভাঙা বাড়ীতে বকেয়া কিছু মোহ – মায়া
নীরবতা আদতে মাতাল।
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।