পরিবেশ ও জীব বৈচিত্র্য ফিচার্ড

জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের আন্তঃসম্পর্ক মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ অগ্রগতি

জীববৈচিত্র্য ও COP30

জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের আন্তঃসম্পর্ক মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ অগ্রগতি

জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের ক্ষয় — এ দুটি অবিচ্ছেদ্য চ্যালেঞ্জ; বলা যায়, “একই মুদ্রার দুই পিঠ।”

এই সপ্তাহে পানামায় অনুষ্ঠিত জাতিসংঘের জীববৈচিত্র্যবিষয়ক কনভেনশনের (CBD) বৈঠকে আলোচকরা জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের আন্তঃসম্পর্ক মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দিকে অগ্রসর হচ্ছেন — যা আগামী নভেম্বরের ১০ থেকে ২১ তারিখ পর্যন্ত ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের পক্ষগুলোর সম্মেলন (COP30)-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে।

COP30-এর প্রস্তুতির অংশ হিসেবে, CBD-এর বিশেষজ্ঞরা সাংবাদিকদের জন্য একটি ব্রিফিং করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। সেখানে তাঁরা জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের পারস্পরিক সম্পর্ক, এই সপ্তাহে পানামায় অনুষ্ঠিত বৈঠকে ১৯৬টি সদস্য রাষ্ট্র কীভাবে এ বিষয়ে কাজ করছে, এবং এই অগ্রগতি কীভাবে UNFCCC COP30-এর আলোচ্যসূচি ও আলোচনাকে প্রভাবিত করবে — তা তুলে ধরবেন।

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন