‘ইসলাম পরিপন্থির’ অভিযোগে ‘বিচারগানের’ আসর বন্ধ করল প্রশাসন
ফরিদপুরের নগরকান্দায় ‘ইসলাম পরিপন্থি’ হওয়ার অভিযোগ তুলে ঐতিহ্যবাহী লোকসংগীত বিচারগানের একটি আসর বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বুধবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে এ নির্দেশ দেন। এ সময় অনুষ্ঠানের জন্য তৈরি করা প্যান্ডেল খুলে ফেলা হয়।
‘বিচারগান’ বাংলাদেশের গ্রামীণ লোকসংগীতের একটি ধারা, যেখানে গান ও সংলাপের মাধ্যমে বিভিন্ন সামাজিক, নৈতিক বা ধর্মীয় বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
জানা গেছে, উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে এই বিচারগানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় ইউপি সদস্য সোলেমান ফকির উদ্যোগ নিয়েছিলেন। অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ ও প্যান্ডেল তৈরির পাশাপাশি দুই দিন ধরে মাইকিংও করা হয়। কিন্তু সব প্রস্তুতি শেষে অনুষ্ঠান শুরুর ঠিক আগমুহূর্তে তা বাতিল করা হয়।
আয়োজক ও তালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সোলেমান ফকির বলেন, ‘স্থানীয়দের অনুরোধে আমি এই আয়োজন করেছিলাম। এটা আমাদের এলাকার পুরোনো ঐতিহ্য। কিন্তু হুজুররা এটাকে “যাত্রাপালা” বলে প্রচার করে ইউএনও সাহেবের কাছে অভিযোগ করে গানের এ আয়োজন বন্ধ করে দিলেন।’
গানের আয়োজন বন্ধ করে দেওয়া ও প্যান্ডেল খুলে ফেলার সত্যতা নিশ্চিত করে ইউএনও দবির উদ্দিন বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, এ সমস্ত গানের জন্য আগে থেকে অনুমতি নিতে হয়। জেলা প্রশাসক এ অনুমতি দেন। গতকাল বুধবার বিকেলে দেড় শতাধিক ব্যক্তি আমার কাছে এসে জানায়, এ আয়োজন ইসলাম পরিপন্থি; অনুষ্ঠান বন্ধ করতে হবে। এ উদ্যোগ বন্ধ করা না হলে ওই এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
তিনি বলেন, এ অনুষ্ঠান নিয়ে প্রতিবাদ আসার বিষয়টি আমি তাৎক্ষণিক জেলা প্রশাসককে জানাই। আয়োজনের পূর্বানুমতি না থাকায় পরে উনার পরামর্শে যে আয়োজন চলছিল তা বন্ধ করে দেওয়া হয়।
-বাংলাদেশ জার্নাল