ফ্রান্সে বাংলাদেশী বৌদ্ধদের দানোত্তম শুভ কঠিন চীবর দান
নানা আনুষ্ঠানিকতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) প্যারিসের অদুরে ববিনি লা ভিলা, ২৩ রুই স্টালিন গার্ড মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের’র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপদেষ্টা ভদন্ত বিজয়ানন্দ মহাথের। দেশনা করেন ভদন্ত শাক্যবংশ মহাথের,ভদন্ত অমিতানন্দ থের ভদন্ত বিমলানন্দ ভিক্ষু প্রমুখ, পুণ্যদান পরিচালনা করেন ফ্রান্স বিশ্বশান্তি ধ্যানকেন্দ্রের উপাধ্যক্ষ ভদন্ত অমিতানন্দ ভিক্ষু ।
উদযাপনী কমিটির সহসভাপতি বিপুলাল বড়ুয়া ও উদযাপনী কমিটির সমন্বয়ক আদেশ বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন প্রিয়তোষ বড়ুয়া রঞ্জিত।
দুপুরে কঠিন চীবর দানসভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিশ্বশান্তি ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী ড. বরসম্বোধি মহাথের |মুখ্য সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন অভিধর্মকথিক, কর্মস্থান আচার্য্য, বিদর্শন সাধক ভদন্ত উ-পঞাদীপা মহাথের,সংবর্ধিত অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও পরিচালক ওয়াট থাই জ্ঞানবিরীয়া কোলকাতা বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানালংকার মহাথের,বাংলাদেশ ভিক্ষুণী সঙ্ঘের প্রধান ভিক্ষুণী গৌতমী। প্রধান জ্ঞাতি ছিলেন চট্টগ্রাম কাতালগঞ্জ নব পন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক ড . উপানন্দ মহাথের। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্ক এর অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন মহাথের, ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার থের, ইউরোপিয়ান বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত চন্দ্রজ্যোতি থের, ফ্রান্স আন্তর্জাতিক সার্বজনীন বুদ্ধ বিহারের পরিচালক ভদন্ত বুদ্ধপ্রিয় থের প্রমুখ। উদ্বোধক ছিলেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত প্রিয়রক্ষিত ভিক্ষু।
উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়া ও সূপর্ণা বডুয়া মিলির সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন পরমানন্দ বড়ুয়া। বক্তব্য রাখেন উদযাপনী কমিটির সভাপতি দীপঙ্কর বড়ুয়া, কার্যকরী সভাপতি সোহেল বড়ুয়া মানিক, সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়া। । অতিথিদের ক্রেস্ট প্রদান করেন বিধান বড়ুয়া, , সেবক বড়ুয়া, শিবু বড়ুয়া, ডেনি বড়ুয়া। রণজিৎ বড়ুয়ায় পরিচালনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এহিপস্সিকো ধর্ম স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। পরে রণজিৎ বড়ুয়ার পরিচালনায় স্নিগ্ধা বড়ুয়া ও সম্রাট বড়ুয়ার সঞ্চালনায় প্যারিসের স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আয়োজকরা জানান, প্রতিবছর এই অনুষ্ঠানটি ঘিরে তাদের এ প্রতীক্ষা। দেশে থাকলে অন্যরকম আবহে পালন হতো এ অনুষ্ঠানটি । সে সুখানুভুতি কে পিছনে ফেলে দেশের আবহে উদযাপনে কমতি ছিলনা এ আয়োজন।
কঠিন চীবর দান ঘিরে ফ্রান্সে বসেছে প্রবাসীদের মিলন মেলা । বৌদ্ধ ভিক্ষুরা দানসভাকে ঘিরে বিভিন্ন ধর্মীয় নির্দেশনা দেন। প্রার্থনা করেন দেশ ও জাতির তথা সকল প্রানীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা ও করা হয়।
সংবাদসংযোগ: অনুপম বড়ুয়া

এসএস/সিএ