কানাডার সংবাদ ফিচার্ড

কমিউনিটি নেতা জিএম মাহমুদ মিয়ার অকাল প্রয়াণে মন্ট্রিয়লে নাগরিক শোক সভার কমিটি গঠিত

কমিউনিটি নেতা জিএম মাহমুদ মিয়ার অকাল প্রয়াণে মন্ট্রিয়লে নাগরিক শোক সভার কমিটি গঠিত

গতকাল ৩ নভেম্বর সন্ধ্যায় বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়ার অকাল প্রয়াণে মন্ট্রিয়লের পার্ক এক্সের মুন রেষ্টুরেন্টে নাগরিক শোক সভার বিরাট প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।সভায় মন্ট্রিয়লের সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট সুধীজনদের এক সভা অনুষ্ঠিত হয়।

সর্বসম্মতিক্রমে আগামী ৩০শে নভেম্বর ২০২৫ রোববার দলমত নির্বিশেষে মন্ট্রিয়লে সবাইকে নিয়ে শোক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দীপক ধর অপুকে আহবায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।সদস্যরা হলেন ১. মোহাম্মাদ আব্দুল গনি ২. এ বি বশির আহমেদ ৩. তাজুল মোহাম্মদ ৪. জিয়াউল হক জিয়া ৫. আব্দুল হাই ৬.মুহিম আহমেদ ৭. কামাল চৌধুরী ৮. মাসুদ সিদ্দিকী ৯.সাইফুল রহমান ১০. মইনূল ইসলাম ১১. পিয়াস আহমেদ ১২. বজলুর রহমান বেপারী ১৩.অলক সিংহ ১৪. সাদেক এ চৌধুরী শিবলি ১৫. জালালুর রহমান জালাল ১৬.শিহাব উদ্দিন ১৭. বেলায়েত হোসেন ১৮.ইয়াহিয়া আহমেদ ১৯. আজিম আহমেদ ২০. রাসেল মির্জা ২১. ইউসূফ রনি ২২. ইতরাদ জুবেরী সেলিম ২৩. বাবলা দেব।

সভায় উপস্থিত ছিলেন মাসুম রহমান, এ বি বশির উদ্দিন, তাজুল মোহাম্মদ, স্বপন কুমার দেব, দীপক ধর অপু,অলক সিংহ, গোলাম মহিবুর রহমান, আব্দুল গনি, ইতরাদ জুবেরী সেলিম, আব্দুল হাই, বাবলা দেব, জিয়াউল হক জিয়া, আব্দুর সবুর, মনিরুজ্জামান মনির, শিহাব উদ্দিন, পিয়াস আহমেদ, মুহিম আহমেদ, সাদেক এ চৌধুরী শিবলি, মইনূল ইসলাম, আজিম আহমেদ, কামাল চৌধুরী, তাজুল ইসলাম, সুলতান আহমেদ, সাইফুর রহমান, বজলুর রশীদ বেপারী, মাসুদ সিদ্দিকী, রাসেল মির্জা, ইউসুফ রনি, বাসিত আব্দুল প্রমূখ ।

সকল মন্ট্রিয়লবাসীর উপস্তিতিতে মাহমুদ ভাইয়ের স্মৃতিচারণ নাগরিক শোক সভা সফল করার আহবান জানানো হয়।

সংবাদ সংযোগঃ বাবলা দেব

এসএস/সিএ

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন