কষ্ট করে বিদেশেতে |||| শিকদার ওয়াহিদুজ্জামান
কষ্ট করে বিদেশেতে আছে আমার ভাই
তাদের কথা স্মরণ করে খুবই কষ্ট পাই,
চাকরি বাকরী বিদেশেতে কষ্টকর এক চাওয়া
অনেক কষ্ট অনেক কঠিন সময়মতো পাওয়া।
ভাই-বোনেরা কষ্ট করে বিদেশ যারা থাকে
সোনার বাংলার স্বপ্নে তারা দেশের ছবি আঁকে,
কাজ করে কষ্ট করে দেশের জন্য খাটে
দেশে যারা টাকা পাঠায় যোদ্ধা তারা বটে।
থাকে যদিও বিদেশেতে মন পড়ে রয় দেশে
ঘাম ঝরানো শ্রমের জন্য অশ্রু ঝরে শেষে,
ভাবে কিছু কেমন করে দেশের জন্য করবো
সোনা দিয়ে সোনার বাংলা সোনার মতো গড়বো।
কাজ করে যায় আপন মনে নেই যে দ্বিধা দ্বন্দ্ব
সবাই মিলে থাকে সেথায় দূর করে সব মন্দ,
অর্থনীতির চাকা দেশের করতে শক্তিশালী
ঘাম ঝরানো টাকা পাঠায় দেশে তাড়াতাড়ি।
রেমিট্যান্স যোদ্ধা তারা ভাবে দিবানিশি
টাকা দেবো দেশের জন্যে দেশকে ভালোবাসি,
যতোই কষ্টে থাকুক তারা বিদেশিদের কাছে
তুলে ধরে ভাবমূর্তি আর মর্যাদা তারই সাথে।
দেশের সব ইতিহাস আর ঐতিহ্যের ই কথা
তুলে ধরে বিদেশে তার যতো কীর্তিগাথা,
সিবিএনএ গৌরব বাংলার করছে দেশের সেবা
দেশের জন্য অনেক কিছু এটাই করে কে-বা।
আদান-প্রদান করে সংবাদ বিশ্বের দেশে দেশে
দেশের যাতে উন্নতি হয় ভাবনা থাকে শেষে,
সিবিএনএ’র অর্জন আজ বিশ্ববাসী জানে
ভ্রাতৃত্ব আর বন্ধুত্বের ই- বন্ধনের ই তানে।
দেশের জন্যে কাজ করে সিবিএনএ’ র লোক
লক্ষ্য তাদের কল্যাণ শুধু দেশের মঙ্গল হোক,
কাজ করে যারাই সেখানে তাদের মঙ্গল চাই
ভালো যেনো থাকে সবাই শুভ সংবাদ পাই।
শিকদার ওয়াহিদুজ্জামান, সিনিয়র জেলা ও দায়রা জজ, সুনামগঞ্জ
এস এস/সিএ