সাহিত্য ও কবিতা

রসদ ফুরিয়ে যাওয়ার পরে ||| মহিদুর রহমান


রসদ ফুরিয়ে যাওয়ার পরে ||| মহিদুর রহমান


 

আচ্ছা ভাবুন তো– হঠাৎ আপনার বাড়িতে কেউ একজন গায়ের জোরে ঢুকে পড়লো আর একে একে নানান কাণ্ড করতে লাগলো। ধরুন প্রথমেই ঘরের টেলিভিশনটা গুড়িয়ে দিল। তারপর শো-কেসটা– শখের আলমারিটা ভেঙে দিল। এমন কি ডেগ-ডেস্কি, বাসনকোসনসহ ঘরের মূল্যবান অনেক আসবাবপত্র তছনছ করে দিল। আপনি একা তার সাথে পেরে উঠবেন না। আপনি শুধু চেয়ে চেয়ে দেখলেন। চোখের সামনেই এতোসব ঘটনা ঘটে গেলো! একটু পরে সবকিছু শান্ত হলে ক্ষয়ক্ষতি কড়ায়গণ্ডায় হিসাব কষে দেখলেন ক্ষতি হয়ে গেছে লাখ টাকার! তখন কেমন হবে আপনার মনের অবস্থা? কি করবেন আপনি? অথবা কি করা উচিত আপনার? কিছু না করুন অন্ততঃ বিচার কিংবা ক্ষতিপূরণ তো চাইবেন? নাকি সব সয়ে যাবেন নীরবে? বিষয়টা নিয়ে আপনি ভাবতে থাকুন।

এই ফাঁকে একটা গল্প বলে নিতে চাইছি। গল্পটা একজনের জীবন থেকেই নেয়া। করোনার গল্প। করোনাকালীন গল্প। তার মুখেই শুনি– “সবকিছু তো মোটামুটি ঠিকঠাকই চলছিল। হঠাৎ এলো করোনা ভাইরাস। তাই টানা লকডাউন। মানতেই হবে। না মানলে রাষ্ট্রের লাঠিপেটা, কান ধরে উঠবস, শ্রীঘর কতকিছু! সুতরাং দু মাসেরও বেশি সময় ধরে বাড়িতে বন্দী। অনেকের মতো আমারও বন্ধ হয়ে গেলো আয় রোজগার। হাতে যা রসদ ছিল তাও ফুরিয়ে আসছিল দিনে দিনে। কড়ায়গণ্ডায় যদি হিসাবটা নাও কষি তবু লামসাম ধরলে এই লকডাউনে নিদেনপক্ষে লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি! কিন্তু কে দেবে এই ক্ষতিপূরণ? ইউরোপ বা আমেরিকার অনুকরণে কেন আমাকে ঘরে রাখা হলো? রাখছেন ভালো কথা এবার ক্ষতিটা পুষিয়ে দিন। পুরোটা যদি নাই পারেন অর্ধেক দিন। ফিফটি ফিফটি।” একটু দম নিয়ে লোকটা আবার বলতে শুরু করে– “এখনও করোনা আমার বাড়িতে ঢুকেনি কিন্তু রাষ্ট্র? হ্যাঁ রাষ্ট্র আমার বাড়িতে ঢুকে এই দু মাসে লাখ টাকা ক্ষতিগ্রস্ত করে দিল! এরপর যদি করোনাও ঢুকে তাহলে?” আমি দেখলাম লোকটার পাথরের মতো একজোড়া চোখ আমার দিকে কেমন সবিস্ময়ে তাকিয়ে আছে!

মহিদুর রহমান – গল্পকার

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন