ফিচার্ড সাহিত্য ও কবিতা

কানাডা প্রবাসী রম্যলেখক বায়াজিদ গালিবের “গোলগাপ্পা” এবারের বইমেলায়

কানাডা প্রবাসী রম্যলেখক বায়াজিদ গালিবের “গোলগাপ্পা” এবারের বইমেলায়

একুশে বই মেলাকে সামনে রেখে “মম প্রকাশ” প্রকাশনী থেকে প্রকাশিত হলো কানাডা প্রবাসী রম্যলেখক বায়াজিদ গালিবের তৃতীয় গ্রন্থ রম্যরচনা “গোলগাপ্পা”।

বাংলাদেশের ফুচকা ভারতের বিভিন্ন অঞ্চলে গোলগাপ্পা নামে পরিচিত। ভারতে বেড়াতে গিয়ে এ শব্দটির সাথে পরিচিত হয়েছিলেন লেখক। এ নিয়ে একটি গল্পও আছে। গালগপ্প এবং গোলগাপ্পা দুটোই সুস্বাদু। একটির স্বাদ মনে, আরেকটি জিহ্বায়। গোলগাপ্পা মানে এক গাপ্পায়, মুখে পুরে আস্বাদন নেওয়া। তেমনই গাল ভরে রসালো গল্প বা গপ্প করে মানুষের মনে আনন্দ দেয়ার কারণে এ বইয়ের নাম দেয়া হলো ‘গোলগাপ্পা’।

এবারের গল্প ও স্মৃতিতে যুক্ত হয়েছে প্রয়াত বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদিকে নিয়ে একটি লেখা।

রম্য লেখক বায়াজিদ গালিব জানালেন–প্রাত্যহিক জীবনে আমাদের সমস্যার শেষ নেই। সেখান থেকে বেরিয়ে এসে পাঠকদেরকে একটু অন্যরকম ভিন্ন আমেজের আনন্দ  দিতেই আমার এবারের “গোলগাপ্পা”।আশাকরি বইয়ের গল্পগুলো  ভাল লাগার পাশাপাশি পাঠকদের  নতুন তথ্যে উন্মোচিত করবে।।

 





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন