সাহিত্য ও কবিতা

আমি বেঁচে আছি / শর্মিলী শর্মি

আমি বেঁচে আছি / শর্মিলী শর্মি

আমি বেঁচে আছি
লাখো লাখো
মৃত্যু মিছিলের ভীড়ে!
প্রতিনিয়ত অনূভব করি
আমি বেঁচে আছি
প্রাণ ভ্রমরা এই বুঝি
মুক্ত হয়ে যায়..

দেহ নামক খাঁচা হতে
লাখো লাখো ক্ষুধার্ত টলমল
চোখের চাহনিতে বিলাপে
আশপাশ চেয়ে দেখি
আমি বেঁচে আছি!

চারিদিকে ভয় ভীতি ত্রাসের
মাঝে নিজেকে রক্ষা
করার লড়াইয়ে
আমি বেঁচে আছি!

শত শত কান্ডজ্ঞানহীন আমলাদের
পাচুর্য লালসা অরাজকতা ধর্ষন লুটপাট
সহজ সরল মানুষের আহার মেরে খাওয়া
প্রকৃতিকে ধ্বংস করা হিংস্রদের ভীড়ে
ডাল ভাত খেয়ে
আমি বেঁচে আছি!


যাদের অবদানে পৃথিবীর
মুখ দেখতে পারার
স্বাদ অনুভূত হয়;
সেই মা বাবাকে
রাস্তায় ছুঁড়ে ফেলা রাজ্যে
আমি বেঁচে আছি!

করোনার করুণ পরিনতি
জিন্দা লাশ মৃত্যুকে আলিঙ্গনের
প্রহর গুণা লাখো মানুষের দীর্ঘশ্বাসে
আমি বেঁচে আছি!

লকডাউন ভেঙ্গে শত শত লোকের মৃত্যু মিছিলে র্নিবোধের মতো এগিয়ে চলা
মৃত্যুর ভয় শংকার মাঝেও
আমি বেঁচে আছি!

বড় বড় আমলাদের মুখের
ফুলঝুড়ি বুঝে-না
দারিদ্র্য ক্ষুর্ধার জ্বালা
তারা জানতে চায় না লকডাউনের মাঝে
কী পড়েছে গরীবের পেটে তালা!!
তারা চায় শুধু প্রশংসা আর বাহবার ডালা
এই ডালা মালার হাহাকারে
আমি বেঁচে আছি!

নকল আর ভেজাল ব্যবসায়ীদের টাকা লুটের প্রবণতায়
আমি বেঁচে আছি!

অরাজকতা আর সমালোচনার ভীড়ে
যারা প্রাণপণ দিয়ে লড়ছেন অকাতরে
নয়কো গরীবের পিঠে চড়ে।
তাঁরা জীবন বাজী রেখে
সবার তরে সাজিয়েছে সাহায্যের ডালা
যারা পড়তে চায়না নাকো
বাহবা আর জয়জয়কারের মালা।
এই শত শত ত্যাগ অবদানের মাঝে
ঘরের কোণে স্বার্থপরের মতো
আমি বেঁচে আছি!

হাহাকার ক্ষুধার্ত রিক্ত
অসহায় অপারগ মৃত্যুর ময়দানে
আমি চেয়ে আছি..
একটি সুন্দর আতংকহীন
স্বজনের দেখা পাওয়া
প্রাণবন্ত বিশ্ব দেখার আশায়
আমি এখন- অব্দি বেঁচে আছি!

 
লেখকঃ শর্মিলী শর্মি 
বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন