ফিচার্ড সাহিত্য ও কবিতা

কুণ্ঠিত কেন বধিবারে? ||  বিশ্বজিৎ মানিক

কুণ্ঠিত কেন বধিবারে? ||  বিশ্বজিৎ মানিক
——————————————————–
প্রতিদিন মৃত্যুর মিছিলে – যুক্ত কতো নাম
পরিচিত জন কতো – ছেড়ে যায় ধরাধাম
বয়স কতো হবে – বিশ, ত্রিশ কি’বা শত

তালিকার কলেবর – বেড়ে চলে অবিরত।


কান্নার রোল আর – স্বজনের আহাজারি
বুক ফাটা চিৎকারে – বাতাস হয়েছে ভারী
চির চেনা পৃথিবীতে – ঘোর অমানিশা

প্রতিক্ষণে দোলাচলে – ক্ষীয়মান প্রত্যাশা!


আর কতো কাল – উনিশ পেরিয়ে একুশ?
পুত্রের লাশ বহিতে পিতার – থাকবেই কিভাবে হুশ?
আস্তিক হয়ে কিভাবেই মানি – তোমার নেই তাতে হাত?

সারাটি জীবন করেই চলেছি – বিশ্বাসে প্রণিপাত!


ঘোরে দাঁড়াও, রুখ এবার – ওহে দয়াময়
তোমার ব্রহ্মাণ্ড অবলীলায় – পিশাচিনী করেছে ক্ষয়!
প্রার্থনা করি, করি মিনতি – চোখ খোলে তুমি চাও

তোমার দণ্ড, তোমার হাতে – তুমি পুনঃ তুলে নাও।


তুমি প্রভু, জগত পিতা – স্রষ্টা এ পৃথিবীর
তোমার সৃষ্টি, চরণে তোমার – নত করে রাখে শির
হে আদ্যাশক্তি পরমব্রহ্ম – আছে কি জানার অধিকার?

কুণ্ঠিত কেন বধিবারে তুমি – পিশাচ করিতে সংহার?


২৩/০৭/২০২১ খ্রিস্টাব্দ।



সংবাদটি শেয়ার করুন