ফিচার্ড সাহিত্য ও কবিতা

পলাশ পোড়েল-এর একগুচ্ছ কবিতা

পলাশ পোড়েল-এর একগুচ্ছ কবিতা
———————————————————————————

১. ভাঙাচোরা কবিতা


বাউণ্ডুলে ভালোবাসা নেমে আসে একা একা
ভিজে যায় রোজ রোজ কিশোরী শ্রাবণে,
বিষাদ এল অজানা দু’মুঠো বালি উড়িয়ে

বড় বেশি অভিমান রেখে যায় কথোপকথনে ।


অভিমানী চোখ মাঝে মাঝে কুলভাসায়
উজানে একলা চিনেছি সবুজ বন,
ভাঙে শস্য ভরা মাটি … অবুঝ মন

ক্ষয়ে ক্ষয়ে পাল্টে যায় স্বপ্ন – বোনা জীবন।


কখনো জেগে থাকে স্মৃতি মাটির বুকে
 সোঁদা সোঁদা গন্ধ ছুঁয়ে জাগে জোছনা রাত ,
শুধু একবার দাঁড়াও আমাদের স্বজন ডাঙায়
দেখো ফুলে ফলে ফসলে ভরে যাবে হাত।
——————————————————————————-

২. ইচ্ছার ফসল


পাখনা মেলে উড়ে গেছে মেঘকন্যা মেয়ে
বুকের ভেতর ডানার কাঁপন বিলম্বিত লয়ে
মৃদঙ্গে মন্দ্রিত তার ধ্বনি
তার নুপূর বাজে রিনিঝিনি
নিত্য নতুন মঞ্জুল অনুভব কামনায় যায় ছেয়ে
উদাসী বাউলের একতারা সুর গেছে সে গেয়ে ।
আমার মনের সবুজ ক্ষেত শুধু জল ছুঁয়ে শুয়ে
গভীর ভালোবাসায় ভেজা মাটি সোঁদাগন্ধ গায়ে
মানুষ চেনার নেই ঠিকানা
নিজেকে নিজেই হয় না জানা
সব বাধা টপকে ইচ্ছার ফসল দিই তোমার পায়ে ।
——————————————————————————-

৩. দেবী এসো


বিদ্যার জ্ঞান অন্ধকার ভেদ করে
স্বপ্ন দেখি
অক্ষরে অক্ষরে    সাবালক জীবন
বুকের মধ্যে দেবীর গান
পুষ্পাঞ্জলি প্রদান
আলো হয়ে ছুঁয়ে ফেলে সীমানা   হাতেখড়ি
সরস্বতী হাত ধরে নিয়ে যান চেতনায়।

———————————————————————————–


৪. শস্য জন্ম

কঠিন মাটি ছুঁয়ে যায় সোহাগী জল
মাটি ভেজে
মৌন সম্মতিতে
আগল ভেঙে মিশে যায় লাঙলের ফলায়।
সময়ের পরিচর্যায় থৈ থৈ মগ্নতা
সুন্দরের ঢল নামে জীবন্ত বিশ্বাসে
শস্যদানা রোপণ হয় জমিতে
অন্ধকার ঠেলে ঠেলে
সুর জেগে ওঠে—

আঁতুড়ঘরের কান্নায় কুল ভাঙে হৃদয় জুড়ে।



পরিচিত: শিক্ষক, কবি, সম্পাদক- হাওড়া জেলার কথা । হাওড়া, পশ্চিমবঙ্গ,ভারত।



সংবাদটি শেয়ার করুন