ফিচার্ড বিনোদন

‘ভাল ছেলেদের কপালে ভাল মেয়ে জোটে না!’

দিব্যজ্যোতি ও রোশনি।
দিব্যজ্যোতি ও রোশনি।

‘ভাল ছেলেদের কপালে ভাল মেয়ে জোটে না!’ মায়ের নিষেধে প্রেম থেকে দূরে দিব্যজ্যোতি?

সব করছেন ‘দেশের মাটি’র কিয়ান। ধারাবাহিকে নোয়ার সঙ্গে প্রেম, বিয়ে সব হয়েছে। বাস্তবে, অতিমারিতে বিপর্যস্ত নিম্ন মধ্যবিত্তদের পাশে দাঁড়াচ্ছেন। প্রতি দিন বহু জনের হাতে তুলে দিচ্ছেন রেশন। ‘ছোট্ট প্রয়াস’-এর হাত ধরে কিয়ান ওরফে দিব্যজ্যোতি দত্ত খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন তাঁদের কাছে যাঁরা নিভৃতবাসে থাকতে গিয়ে অভুক্ত রয়েছেন। কিন্তু একটি কাজ প্রকাশ্যে কিছুতেই করছেন না অভিনেতা। কী সেটা? নেটমাধ্যম বলছে, দিব্যজ্যোতি নাকি প্রেম করছেন না! তাও আবার মায়ের নিষেধে।

ঘটনাটা কী? বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ধারাবাহিক ‘ফেলনা’র অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য। সেখানে ২০১৯-এর জনপ্রিয় গান ‘খোকা’-র ২টি লাইনে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে দিব্যজ্যোতিকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ‘আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভাল ছেলেদের কপালে ভাল মেয়ে জোটে না’ ভিডিয়োতে গাইছেন তিনি। ওই ফ্রেমে বন্দি অভিনেত্রীও। তিনি মন দিয়ে শুনেছেন দিব্যজ্যোতির গান। তার পরেই মন্তব্যে পরোপকারী বন্ধুর মতোই পরামর্শ, ‘বন্ধু! তুমি ভুলের রাজ্যে বাস করছ।’ # আনন্দবাজার


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − one =