৩০ দিনে প্রাণ গেল ৪৩ জনের
যুক্তরাষ্ট্রে আবারও নির্বিচার গুলিতে আটজনের মৃত্যু
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র থেকে/১৫ এপ্রিল ২০২১ | নির্বিচার গুলিতে আরও আট আমেরিকানের প্রাণ ঝরল। ১৫ এপ্রিল দিবাগত রাত ১১টার দিকে ইন্ডিয়ানাপলিস এয়ারপোর্টের কাছে ফেডএ্যাক্স ওয়ের হাউজে এক বন্দুক হামলাকারীর গুলিতে এই হতাহত হয়। হামলাকারী আত্মহত্যা করেছেন বলে শুক্রবার ভোররাতে ইন্ডিয়ানাপলিস মেট্রপলিটন পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।
এ নিয়ে গত ৩০ দিনে বন্দুক সহিংসতায় ৬ বাংলাদেশিসহ ৪৩ আমেরিকানের মৃত্যু হলো। আটলান্টায় তিন ম্যাসেজ পার্লারে হামলা চালিয়ে আটজনকে হত্যার ঘটনায় এশিয়ান বিদ্বেষী মনোভাবের আভাস মিললেও অপর হামলার নেপথ্যে কী মোটিভ ছিল তা এখনও উদঘাটনে সক্ষম হননি মার্কিন গোয়েন্দারা।
বাংলাদেশি-আমেরিকান দুই ভাইয়ের গুলিতে টেক্সাসে মা-বাবা, বোন ও নানী নিহত হবার পর দুই ভাইয়ের আত্মহত্যার নেপথ্য কাহিনি পুলিশ এখনো উদঘাটনে সক্ষম না হলেও ছোট ভাইয়ের ইনস্টগ্রামে পোস্টিংয়ের সূত্র ধরে মানসিক-বিষণ্নতায় আক্রান্ত হবার খেসারত হিসেবে হত্যা ও আত্মহত্যার বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ ঘটনায় বন্দুকধারী ফেডএ্যাক্সের ওয়েরহাউজে ঢুকেই গুলি ছুড়তে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ অফিসার জিনে কুক শুক্রবার ভোররাতে গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ হয়ে আটজন মারা গেছেন। আরো কয়েকজন আহত। বন্দুকধারীও সম্ভবত আত্মহত্যা করেছেন। আহতদের আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।
জিনে কুক উল্লেখ করেন, বন্দুকধারীর পরিচয় সন্ধান করা হচ্ছে। ওই ওয়েরহাউজের ভেতরে প্রবেশের সময়েই টেলিফোন গেটে রাখতে হয়। ফলে কেউই স্বজনের সাথে যোগাযোগ করতে সক্ষম হননি। এমনকি গণমাধ্যমে সংবাদ জেনেও স্বজনেরা যোগাযোগ করতে পারেননি।
জিনে কুক আরও বলেন, এ সময় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য নিহত বা আহত হননি। সংবাদ পাবার সাথে সাথে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে।
শুক্রবার ভোররাত পৌনে ৩টায় হতাহতের তথ্য প্রকাশকালে পুরো এলাকায় থমথমে ভাব বিরাজ করছিল। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বন্দুকধারী মারা যাওয়ায় ভয়ের কোনো কারণ নেই। আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফেডএ্যাক্সের মুখপাত্র জিম মাসিল্যাক বলেছেন, কোম্পানির পক্ষ থেকে বিস্তারিত সন্ধান করা হচ্ছে। দ্রুতই নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হবে।
আটলান্টা ও টেক্সাসে ১৪ জন ছাড়াও কলরাডোর বোল্ডারে একটি গ্রোসারি স্টোরে ১০ জনকে গুলি করে হত্যা করা হয় আটলান্টার ঘটনার ৬ দিনের মাথায়। মার্চের শেষে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ৯ বছরের এক শিশুসহ ৪ জনকে হত্যা করা হয়। সাউথ ক্যারলিনার রোক হীলে একটি বাসায় গুলি করে ৫ জনকে হত্যার ঘটনা ঘটেছে।