বিচিত্র কুমার-এর প্রেমের কবিতাগুচ্ছ
১) প্রেমের সঙ্গীত
আমি আগ্নেয়গিরির আগুনে পুড়ছি,তোর চোখে তাকিয়ে
হৃদয়জমিন পুড়েপুড়ে ছাই প্রেমের সঙ্গীতে;
কিছুকথা কিছুস্মৃতি রয়েছে হৃদয়ের গভীরে
বারবার পুড়ছি বেদনার নদীতে।
ঢেউ তুলে ভাঙ্গে মন কেউ দুরবার গতিতে
কিছুকিছু পরিচয় থেকে যায় চোখের ভাষাতে।
—————————————————-
২) হতাশার গান
প্রেম নেই প্রেম নেই এযুগের কিনারে
তবু তোকে খুঁজে মরি ভালোবাসার মিনারে ;
এলোমেলো চুল,করি শুধু ভুল,হৃদয়ের দুয়ারে
ওগো আমার সুন্দরী টিনারে।
কত কথা কত ব্যথা বুকের এ মাজারে
বুলবুলি গান শুনায় বেদনার সুরে।
——————————————–
৩) সোনার পাখি
লোহার খাঁচার সোনার পাখি
কেমনে তোমায় ধরে রাখি;
যা পাখি তুই উড়ে যা
ইচ্ছে মতো বাড়া পা।
তুই তো আমার ছিলি না
মনটা তুই দিলি না।
০৪) ফিলিক্স পাখি
আবেগ যেন পাগলা ঘোড়া
কিছুই শুনেনা,
ভালোবাসার ফিলিক্স পাখি
সেটাই বুঝেনা।
কেউবা প্রেমে মালা গাঁথে
কেউবা গাঁথেনা।
————————————-
৫) রোমান্টিক পরিচয়
আমার দুই চোখে শুধু তুমি
অথচ তোমার দুই চোখে আমি নেই;
ঘুম নেই টুম নেই
দুনিয়াতে প্রেম নেই।
তবু প্রেমে থাকে শুধু টানাটানি
দুই জনার হলো জানাজানি।
——————————————-
৬) প্রেমের মন্ত্র
এযুগের মেয়েদের ভালোবাসার কথা বললে,
সখের ফুলদানি ভেঙ্গে ফেলে — অখুশি ;
কিন্তু মাঝরাতে আদর করলে,
বড্ড হয় খুশি।
তাইতো এত রাত জাগাজাগি
চুপিচুপি রঙ মাখামাখি।
———————————————-
৭) প্রতীক্ষা
বুকের ভেতর জমা রেখেছি
তোমার দেওয়া একবিন্দু শিশির,
হাজার বছর ধরে দেখা নেই
রাতজাগা পাখি নিশির।
তবু প্রতীক্ষায় বসে আছি নীড়ে
নিঃসঙ্গতার ভাষাহীন দুয়ারে।